মে ২৬, ২০২২
দেবহাটায় কোভিড-১৯ প্রতিরোধ প্রকল্পের অবহিতকরণ সভা
![]() দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় কোভিড-১৯ প্রতিরোধ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ইউনিসেফ এর সহযোগীতায় দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের বাস্তবায়নে দেবহাটা প্রেসক্লাবের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে পারুলিয়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক বাবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আফসার আলী মাস্টার, দেবহাটা প্রেসক্লাবের উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, পারুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আবুল হোসেন, কুলিয়া ১নং ওয়ার্ড ইউপি সদস্য সামছুজ্জামান ময়না, পারুলিয়া ২নং ওয়ার্ড ইউপি সদস্য ফরহাদ হোসেন হিরা, রূপান্তরের প্রতিনিধি তৌহিদ হাসান, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের আইএসপি অফিসার আজমির হোসন সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চলনা করেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের জেলা সমন্বয়কারী কাকলী সরকার। এ সময় বক্তরা বলেন, কোভিড-১৯ আমাদের মাঝে পূর্বের মত না থাকলেও পুরোপুরি ভাবে বিদায় নেয়নি। তাই স্বাস্থ্য সচেতনতা ও সাধারণ মানুষকে সচেতনতার আওতায় আনতে হবে। সকল বয়সী মানুষকে ভ্যাক্সিনের আওতায় আনতে হবে। এজন্য জনসচেতনতা বাড়ানোর জন্য বেশি বেশি উঠান বৈঠাক, মাইকিং, লিফলেট বিতরন সহ বিভিন্ন কর্মসূচিত বাস্তবায়নের কথা বলা হয়। এদিকে প্রকল্পটির পক্ষ থেকে ৭দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি দীর্ঘ মেয়াদী জনসচেতনতা মূলক কর্মকান্ড বাস্তবায়নে সকলের সহযোগীতা কামনা করা হয়। 9,123,916 total views, 10,880 views today |
|
|
|