দেবহাটা প্রতিনিধি : দেবহাটায় কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) আয়োজনে পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে উক্ত প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মুজিবর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি। সমগ্র অনুষ্ঠান সঞ্চলনা করেন পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক একেএম মোর্শেদ।