সুন্দরবন অঞ্চল প্রতিনিধি : সুন্দরবনে মধু আহরণ করতে গিয়ে বাঘের আক্রমণে কাওছার গাইন নামে এক মৌয়াল নিহত হয়েছে। শনিবার সকালে নটাবেকী এলাকায় মধু আহরণ করতে বাঘের আক্রমণে শিকার হয়ে নিহত হয় কাওছার। নিহত কাওছারের সাথে থাকা অন্যান্য মৌয়ালরা এবং পরিবারের সদস্যরা বিষয়টি নিশ্চিত করে। তবে ঘটনার দিনসহ পরবর্তী দিনে স্থানীয় একটি উদ্ধারকারী দল ২য় দিনেও মৌয়াল কাওছারের খোজ পায়নি। অবশেষে উদ্ধারকারী দল বাড়ি ফিরে এসেছে কাওছারের সহযোগিদের নিয়ে। কাওছারের পরিবার সূত্রে জানা যায়, ‘২০০৬ সালে কাওছারের পিতা রাজ্জাক গাইনও বাঘের আক্রমণে নিহত হয়।
অনেক খোঁজাখজির পরেও তার লাশ উদ্ধার করা যায়নি। পবিারের সদস্যদের আক্ষেপ বাবার মত কাওছারের লাশ খুঁজে না পেয়ে বাড়ি ফিরেছেন উদ্ধারকারি দল’। জানা গেছে, শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের খলিশাবুনিয়া গ্রামের মৃত রাজ্জাক গাইনের ছেলে কওছার গাইন। কাওছার গাইন গত ৫মে ৫ জনের পাশ নিয়ে সুন্দরবনে মধু কাটতে যায়। নিহতের চাচা রমজান আলী বলেন, ‘শনিবার নটাবেকী এলাকায় মধু আহরণ করতে গিয়ে বাঘে কাওছারকে নিয়ে যায়। প্রথম দিনে তাকে খুঁজে না পেয়ে বাড়ি থেকে লোকজন ও বনবিভাগের সহযোগিতায় ২য় দিনেও খুঁজে না পেয়ে বাড়ি ফিরে এসেছি। সোমবার আবার যাবো’। বুড়িগোয়ালিনী ষ্টেশন কর্মকর্তা নুরু আলম জানান, ‘এখনো পর্যন্ত কাওছারের লাশ খুঁজে পাওয়া যায়নি। আমাদের বনবিভাগের একটা টিম লাশ উদ্ধার কাজ করছে’।