মে ৩০, ২০২২
দলিল লেখকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
![]() নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা সদর দলিল লেখকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সদর সাব রেজিস্টারের কার্যালয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সদর উপজেলার সাব-রেজিস্টার মশিউর রহমানের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তানজিল্লুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা রেজিস্টার মো: আব্দুল হাফিজ, সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) সুমনা আইরিন, কালিগঞ্জ উপজেলার সাব-রেজিস্টার মোস্তাাফিজুর রহমান প্রমুখ। প্রধান অতিথি তানজিল্লুর রহমান তার বক্তব্যে মুসলিম ও হিন্দু উত্তরাধিকার আইনের বিস্তারিত আলোচনা করেন। বিশেষ অতিথি জেলা রেজিস্টার আব্দুল হাফিজ জাতীয় শুদ্ধাচার কৌশল, পরিকল্পনা ও মানসম্মত সেবা নিশ্চিত করার বিষয়ে বলেন, জমি ক্রেতা-বিক্রেতারা যাতে রেজিস্ট্রি অফিসে হয়রানির শিকার না হন, সে বিষয়ে কর্মকর্তা-কর্মচারিসহ দলিল লেখকদের আন্তরিক হতে হবে বলে জানান। বিশেষ অতিথি সদর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) সুমনা আইরিন নামজারিসহ ভূমি অফিসের বিভিন্ন কার্যক্রম ও এসংক্রান্ত বিধি-বিধান নিয়ে আলোচনায় বলেন, নামজারিসহ ভূমি অফিসের সকল কার্যক্রম এখন অনলাইনে সম্পাদন হচ্ছে। সুতরাং সেবা পেতে আসা লোকজন সহজেই ভূমি অফিসের সেবা পাচ্ছে। কালিগঞ্জ উপজেলার উপজেলার সাব-রেজিস্টার মোস্তাাফিজুর রহমান পাওয়ার অব এ্যাটর্নি বিধি-বিধান নিয়ে আলোচনা করেন। এছাড়া সদর সাব-রেজিস্টার মশিউর রহমান বিভিন্ন প্রকার দলিলের প্রচলিত ভুল সম্পর্কে আলোচনা করেন। তিন ঘন্টাব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় সদর উপজেলার সাব রেজিস্ট্রি অফিসের কর্মকর্তা, অফিস সহকারি ও দলিল লেখকবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেসমিন নাহার। 9,098,784 total views, 2,923 views today |
|
|
|