মে ২২, ২০২২
জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মোহাম্মদ গোলাম কবীর
![]() ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরা সদর থানায় যোগদানের পর অপরাধ পরিসংখ্যান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিবারণ, মামলা রুজু, নিষ্পত্তি পর্যালোচনা এবং গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলা সমূহের তদন্তের অগ্রগতি পর্যালোচানায় এপ্রিল মাসে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ গোলাম কবীর। রবিবার (২২ মে) সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যান সভা ও অপরাধ পর্যালোচনা সভায় তাকে শ্রেষ্ঠত্বের পুরস্কার তুলে দেন সভার সভাপতি সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার)। উক্ত কল্যান সভা ও অপরাধ পর্যালোচনা সভায় সাতক্ষীরা পুলিশ সুপার জেলা পুলিশে কর্মরত অফিসার ফোর্সদের সার্বিক কল্যাণ নিয়ে আলোচনা করেন। সভায় জেলার অপরাধ পরিসংখ্যান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিবারণ, মামলা রুজু ও নিষ্পত্তি পর্যালোচনা এবং গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলা সমূহের তদন্তের অগ্রগতি পর্যালোচানা করেন। উক্ত মাসিক কল্যান ও অপরাধ পর্যালোচনা সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) কনক কুমার দাসসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ, এর আগে গত মার্চ মাসে তদন্ত ও অপরাধ দমন কর্মকান্ড পর্যালোচনায় খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয় সাতক্ষীরা সদর থানা। সাতক্ষীরা সদর থানার পক্ষ থেকে অফিসার ইনচার্জ হিসেবে মোহাম্মদ গোলাম কবীর খুলনা রেঞ্জ ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন বিপিএম বার এর নিকট থেকে পুরস্কার গ্রহণ করেন। 9,124,553 total views, 456 views today |
|
|
|