মে ২০, ২০২২
কেশবপুরে মধুমাসে চারুপীঠ ও উল্লাসের ফল উৎসব
![]() কেশবপুর (যশোর)প্রতিনিধি: যশোরের কেশবপুর চারুপীঠ আর্ট স্কুল ও সাংস্কৃতিক সংগঠন উল্লাস এর উদ্যোগে মধুমাসে ফল উৎসব শুক্রবার সকালে অনুষ্ঠিত হয়েছে। ফল উৎসবে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা লেডিস ক্লাবের সভানেত্রী দিলরুবা ইয়াসমিন। উল্লাস ও কেশবপুর প্রেসক্লাব সভাপতি আশরাফ উজ খান সভাপতিত্বে ও কেশবপুর চারুপীঠ আর্ট স্কুলের পরিচালক উৎপল দে পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পুলোক সিকদার, উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক মশিউর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা সুজন চন্দ্র, একটি বাড়ি একটি খামার ব্যবস্থাপক শুভংকর বিশ্বাস প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য দেন।
চারূপীঠের সহ সভাপতি সাহা বৈদ্যনাথ,তন্ময় মিত্র বাপী, সহকারী পরিচালক শ্রাবন্তী রায় দে, নবনীতা হালদার, সৌরভ ধর জয়, সৈয়দা জান্নাতুল মাওয়া, পৌলমী অধিকারী প্রমূখ। এ ব্যাপারে কেশবপুর চারুপীঠ আর্ট স্কুল এর পরিচালক উৎপল দে বলেন ফল উৎসবে ফলগুলোর মধ্যে ছিল আম,তরমুজ, লিচু,জামরুল, পেঁপে,সবেদা,পেয়ারা,বাঙ্গী, কলা, তাল, শশা, আতা।
9,124,502 total views, 405 views today |
|
|
|