মে ১৬, ২০২২
কালিগঞ্জ সরকারি কলেজ শিক্ষার্থীকে পিটিয়েছে কিশোর গ্যাং
![]() নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জ সরকারি কলেজের শিক্ষার্থী আবু রায়হানকে পিটিয়ে গুরুতর জখম করেছে কিশোর গ্যাং’র সদস্যরা। সোমবার দুপুর ১ টার দিকে উপজেলা সদর মহৎপুর এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিক্ষার্থী উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের পারুলগাছা গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে ও কালিগঞ্জ কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র। সূত্র জানান, কলেজ শিক্ষার্থী রায়হানের সাথে কুশুলিয়া ইউনিয়নের মহৎপুর গ্রামের খোকনের ছেলে নাইম’র তুচ্ছ বিষয় নিয়ে বিরোধ ছিলো। সোমবার দুপুর ১ টার দিকে শিক্ষার্থী রায়হান কলেজ থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে মহৎপুর এলাকায় পৌঁছালে নাইমের নেতৃত্বে কিশোর গ্যাং’র সদস্যরা শিক্ষার্থী রায়হানকে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। এরপর স্থানীয়রা তাকে দ্রæত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছে।
এদিকে বিষয়টি জানা-জানি হওয়ার পর কলেজে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। পরবর্তীতে ছাত্রলীগের নেতা-কর্মীরা পরিস্থিতি শান্ত করে। 9,124,419 total views, 322 views today |
|
|
|