নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জের কুশুলিয়া ইউপি’তে সরকারি উপকার ভোগীদের বাড়িতে প্রতারকচক্র প্রতারণার মাধ্যমে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানার পর সদর কুশুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ কালিগঞ্জ থানায় একটি সাধারণ ডাইরি করেছেন (যার নম্বর-৬৭০, তারিখ-১৪/০৫/২২)।
চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ জানান, কুশুলিয়া ইউনিয়নে সরকারি উপকার ভোগী কয়েকজন ব্যক্তির বাড়িতে প্রতারকচক্র হাজির হয়ে আমার ও প্রশাসনের নাম করে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে।
ওই চক্র উপকার ভোগীদের বাড়িতে যেয়ে বলে চেয়ারম্যান সাহেব আমাদের পাঠিয়েছে আমরা সমাজসেবা অফিসের লোক। আপনার সিমে ২০ হাজার টাকা রয়েছে। ওই টাকা উত্তোলন করতে হলে ৪ থেকে ৫ হাজার টাকা প্রয়োজন। এভাবে সাধারণ গরীব কয়েকজন উপকার ভোগীদের কাছ থেকে প্রতারণা করে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে বলে আমি জানতে পেরেছি। তাৎক্ষণিক পুরো ইউনিয়নে মাইকিং করে সচেতনতামূলক প্রচার করার পাশাপাশি থানায় জিডি করেছি।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, এঘটনায় থানায় একটি সাধারণ ডাইরি করা হয়েছে। আমরা প্রতারকচক্রকে আটকের চেষ্টা চালাচ্ছি।