নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার (১ মে) সকালে কালিগঞ্জ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ব্যানারে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইউনিয়ন কার্যালয় প্রাঙ্গনে এসে আলোচনা সভায় মিলিত হয়।
সেখানে সংগঠনের সভাপতি মনিরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু তাহের’র সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ-সভাপতি মহাতাব হোসেন, আমজাদ হোসেন, যুগ্ম সম্পাদক মোহাম্মদ সুমন, সহ- যুগ্ম সম্পাদক মোহাম্মদ হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ রকিবুল হাসান, অফিস সম্পাদক সাইফুল ইসলাম, ক্রীড়া সম্পাদক শহিদুল ইসলাম, সমাজ কল্যান সম্পাদক আজমীর হোসেন, প্রচার সম্পাদক ফরিদ হোসেন, সড়ক সম্পাদক আব্দুর রহমান, কার্যনির্বাহী সদস্য আবু হাসান, রুহুল আমিন গুরু ও নূর মোহাম্মদ।
এসময় বক্তারা নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত, শ্রমিক হয়রানি বন্ধ, মিথ্যা মামলা প্রত্যাহার, পেশাগত স্বাস্থ্য-নিরাপত্তা, ক্ষতিপূরণের পরিমাণ বৃদ্ধি, ইপিজেডসহ সকল কারখানায় ট্রেড ইউনিয়ন করার অধিকার, শ্রমিকদের জন্য আবাসন সুবিধা, আট ঘন্টার মধ্যে এক ঘন্টা কর্মবিরতিসহ বিভিন্ন দাবি জানান।