Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জে পল্লী বিদ্যুৎ অফিসের এজিএম ও লাইনম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিনিধি: পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তার বিরুদ্ধে নানান অনিয়মের অভিযোগ এনে কালিগঞ্জ প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করেছে ভুক্তভোগীরা। শনিবার (২৮ মে) বেলা ১২ টায় কালিগঞ্জ প্রেসক্লাবের হলরুমে প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু’র সভাপতিত্বে সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া এলাকার ( চন্ডিতলা) বাসিন্দা ব্যবসায়ী ভোলানাথ সরদার। তিনি বলেন, পল্লী বিদ্যুৎ এর কৃষ্ণনগর শাখার এজিএম স্বপন কুমার পাল ও বিদ্যুৎ অফিসের লাইনম্যান জসিমউদ্দীন সম্পূর্ণ অন্যায়ভাবে বিদ্যুৎ বিল পরিশোধ থাকলেও প্রতিহিংসা বশতঃ ৩টি মিটারের সংযোগ বিচ্ছিন্ন করেছে।

এ কারণে আমিসহ ৮ জন ব্যবসায়ী গত এক সপ্তাহ যাবত ব্যাপক ক্ষতির সন্মুখীন হয়েছি। তিনি আরো বলেন, কালিগঞ্জ বাঁশতলা সড়কের চন্ডিতলা নামক স্থানে সড়কের উত্তর পাশের ফুটপাত দখল করে উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের শামছুর তরফদারের ছেলে রেজাউল ইসলাম ও কুশুলিয়া গ্রামের দুলাল মন্ডলের ছেলে অরুপ মন্ডল বিল্ডিং নির্মান করছে। গত পাঁচ বছর ধরে তারা বিল্ডিংয়ের কাজ চলমান রেখেছে।

তারা নিয়ম না মেনে কালিগঞ্জ বাঁশতলা মেইন বিদ্যুৎ লাইনের উচ্চ ভোল্টেজ কেবলের নিচে এ কাজ করছে। সড়কের দক্ষিণ পাশে আমার রেকর্ডিং সম্পত্তিতে আমি ২০ বছর ধরে সুনামের সাথে ব্যবসা করে আসছি। কিন্তু ওই ব্যক্তিদ্বয়ের আবেদনের প্রেক্ষিতে এজিএম ও লাইনম্যান অবৈধভাবে উত্তর ধারের বিদ্যুতের খুঁটি আমার সম্পত্তিতে বসানোর পায়তারা করছে।

এছাড়াও আমার এবং অন্যান্য ব্যবসায়ীর ক্ষতিসাধন করতে বিনা নোটিশে লাইনম্যান জসিম তিনটি মিটারের সংযোগ বিচ্ছিন্ন করেছে। এমতাবস্থায় অতিদ্রæত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version