নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জ উপজেলায় সরকারি ভাবে ধান ও চাউল ক্রয় কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। সোমবার (২৩ মে) সকাল সাড়ে ১১ টায় স্থানীয় বসন্তপুর খাদ্য গুদামে উপজেলা নির্বাহী অফিসার খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মোহাম্মদ রোকনুজ জামান বাপ্পী।
এ সময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ কামরুজ্জামান, গোপাল চন্দ্র দাস (অতিরিক্ত দায়িত্ব) ও উপজেলা কৃষক লীগের সভাপতি ও কৃষক প্রতিনিধি আব্দুর রাজ্জাক, কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, বসন্তপুর খাদ্যগুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা (খাদ্য পরিদর্শক) আবুল হাশেম, উপজেলা ভূমি অফিসের নাজির সরোয়ার হোসেন, কৃষক, মিলার ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সরকারি ভাবে প্রতিকেজি ৪০ টাকা দরে ৭৩১ মেঃ টন চাউল ও প্রতিকেজি ২৭ টাকা দরে ৭৭৮ মেঃ টন ধান ক্রয়ের ঘোষণা দেওয়া হয়। আগামী ৩১ আগস্ট পর্যন্ত সরাসরি কৃষকের নিকট থেকে ধান ও চাউল ক্রয় করা হবে বলে জানানো হয়েছে।