Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জে অসংক্রামক রোগ প্রতিরোধ শীর্ষক এডভোকেসী সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে বিভিন্ন পেশার কর্মজীবীদের অংশগ্রহণে অসংক্রামক রোগ (নন কমিউনিকেবল ডিজিজ) প্রতিরোধ শীর্ষক এডভোকেসী সভা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ মে) সকাল ১১ টায় সিভিল সার্জন অফিসের স্বাস্থ্য শিক্ষা বিভাগের আয়োজনে এডভোকেসী সভায় সভপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ তৈয়েবুর রহমান।

স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক আব্দুস সোবহানের সষ্ণালনায় রিসোর্স পার্সন হিসেবে বিস্তারিত তথ্য উপস্থাপন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা.শংকর কুমার ঘোষ। তিনি বলেন উচ্চ রক্তচাপ, কিডনি সমস্যা একটি নিরবঘাতক ব্যাধি। শরীরে ৮০% ক্ষতিগ্রস্ত হওয়ার পরে এ রোগের উপসর্গ দেখা দেয়। এ রোগ থেকে সুস্থ থাকতে হলে আমাদের অবশ্যই পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে হবে। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে খাদ্যাভ্যাস তৈরি ও নিয়ন্ত্রিত জীবনযাপন করার পরামর্শ দেন তিনি।

এডভোকেসী সভায় নলতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোনায়েম, বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান, কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. মাহতাবউদ্দিন, স্বরাব্দীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ হোসেন, রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাকির হোসেন, কালিগঞ্জ উপজেলা ইমাম সমিতির সভাপতি হাফেজ আব্দুল গফুর, মৌতলা ইউপি’র সদস্য মাহফুজা খাতুন, ভাড়াশিমলা ইউপি সদস্য আব্দুল কাদের, নিজামুদ্দিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফসহ বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version