Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জে অনিবন্ধিত ২ ডায়াগনস্টিককে ৪০ হাজার টাকা জরিমানা ও বন্ধ ঘোষণা 

নিজস্ব প্রতিনিধি: অনিবন্ধিত বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধে ৭২ঘন্টা সময় বেঁধে দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।
রবিবার (২৯ মে) বেলা ১১ টা হতে কালিগঞ্জ উপজেলার ৩টি ডায়াগনস্টিক সেন্টারে ভ্রাম্যমান আদালত ও স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা ২টি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা এবং ৪০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
ভ্রাম্যমান আদালতের খবর পেয়ে কৃষ্ণনগর বাজারের একটি ক্লিনিক মালিক তালাবদ্ধ করে পালিয়ে যায়।
অভিযানে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা  কর্মকর্তা ডাক্তার শেখ তৈয়েবুর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকনুজ্জামান বাপ্পি অনুমোদনবিহীন দুটি ডায়াগনস্টিক সেন্টারের মালিক ভুল স্বীকার করলে মৌতলা বাজারে অবস্থিত ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের মালিক অলিউল্লাহকে ১৫ হাজার টাকা এবং সেকেন্দার নগর চৌমুহনী বাজারে অবস্থিত আজিজিয়া ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের মালিক তারেক আজিজকে ২৫ হাজার টাকা জরিমানা করে বন্ধ ঘোষণা ও সতর্ক করেন।
 কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শেখ তৈয়েবুর রহমান জানান, উপজেলায় মোট ৩০ টি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার আছে।
এর মধ্যে ৭ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার নিবন্ধনের জন্য আবেদিত থাকলেও বাকী ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারের স্বাস্থ্য অধিদপ্তরের কোন নিবন্ধন নেই।
পর্যায়ক্রমে সবগুলো ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হবে। কোন অনিবন্ধিত ডায়াগনস্টিক সেন্টার এবং ক্লিনিক পরিচালিত হতে দেয়া হবে না।
https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version