মে ২৬, ২০২২
কালিগঞ্জের কুশুলিয়া ইউনিয়ন পরিষদের ২০২২-২৩ অর্থ বছরের প্রকাশ্য বাজেট অধিবেশন অনুষ্ঠিত
![]() নিজস্ব প্রতিনিধি: ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে কালিগঞ্জের কুশুলিয়া ইউনিয়ন পরিষদের ২০২২-২৩ অর্থ বছরের প্রকাশ্য বাজেট অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মে) বিকেলে ইউনিয়ন পরিষদ চত্ত¡রে এ অধিবেশন অনুষ্ঠিত হয়। ইউপি চেয়ারম্যান শেখ আবুল কাশেম মোহাম্মদ আব্দুল্লাহ’র সভাপতিত্বে বাজেট অধিবেশনে হাজারো মানুষ উপস্থিত ছিলেন। এসময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। বাজেট ঘোষণা করেন ইউপি সচিব ডিএম মনিরুজ্জামান। বক্তব্য রাখেন অগ্রগতি সংস্থার প্রোগ্রাম অফিসার আব্দুস সালাম। মুক্ত আলোচনা করেন ইউনিয়নের বাসিন্দা দেব্রত কুমার, মর্জিনা পারভীন, অঞ্জলী দাস, মতিয়ার রহমান, শাহাজান সরদার, রামকৃষ্ণ রায়, সাজ্জাদুর রহমান মঞ্জু, আন্না খাতুন প্রমুখ। সাংবাদিক শেখ শাওন আহমেদ সোহাগের সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী লালন, পুলিশিং কমিটির সভাপতি কাজী মোজাহিদুল ইসলাম তরুণ, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, প্রেসক্লাবের সভাপতি সাইফুল বারী সফু, সহ-সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, সিনিয়র সাংবাদিক হাফিজুর রহমান, রিপোর্টার্স ক্লাবের দপ্তর সম্পাদক আরাফাত আলী, সদস্য মাসুদ পারভেজ, হাবিবুল্লাহ বাহার, বীরমুক্তিযোদ্ধাগণসহ সূধীবৃন্দ।
9,123,882 total views, 10,846 views today |
|
|
|