মে ২৯, ২০২২
ঈশ্বরীপুরে সমাজগত পরিবর্তনে মতবিনিময়
![]() ঈশ্বরীপুর (শ্রামনগর) প্রতিনিধি : শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদে অল্প বয়সী কিশোর-কিশোলীদের স্বাস্থ্য, জেন্ডার প্রোগ্রাম সমাজগতভাবে পরিবর্তনে মতবনিময় অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ মে) বিকাল ৪টায় ফেইথ ইন এ্যাকশন এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে ঈশ্বরীপুর ইউপির প্যানেল চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফার সভাপতিত্তে¡ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ওসিসি প্রোগ্রাম অফিসার প্রনব বিশ্বাস, ফেইথ ইন এ্যাকশনের প্রকল্প ব্যবস্থাপক মিল্টন বাড়ৈ সহ ঈশ্বরীপুর ইউনিয়ন পরিষদের সদস্য-সদস্যাবৃন্দ। অনুষ্ঠানে অংশগ্রহন করেন চয়েসেস দলের ছেলে-মেয়েরা, তাদের পিতা-মাতা, স্থানীয় নেতৃবৃন্দ ও ফেইথ ইন এ্যাকশন সংস্থার ভলেন্টিয়ার জগবন্ধু কয়াল, শরিফা খাতুন, ফ্যাসিলিটেটর হৃদয় ঘোষ, আল মামুন, রেশমা, হোসনেয়ারা পারভীনসহ সর্বস্থরের কর্মীবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন প্রাগ্রাম কোর্ডিনেটর শমুয়েল সাংমা। 9,115,181 total views, 2,145 views today |
|
|
|