Site icon suprovatsatkhira.com

আটুলিয়ায় জনসচেনতামূলক ক্যাম্পেইন

আটুলিয়া (শ্যামনগর) প্রতিনিধি : শ্যামনগর উপজেলার আটুলিয়া ইউনিয়নের বিড়ালাক্ষী মহিলা দাখিল মাদ্রাসায় বাল্যবিবাহ, ইভটিজিং, নারী নির্যাতন ও মানব পাচার প্রতিরোধে জনসচেতনামূলক ক্যাম্পেইন প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। শ্যামনগর উপজেলা পরিষদের আয়োজনে বৃহস্পতিবার (২৬ মে) মাদ্রাসার হলরুমে ক্যাম্পেইনটি অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে শ্যামনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাঈদ-উর-জামান সাইদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, আটুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান আবু সালেহ বাবু, বিড়ালাক্ষী মহিলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা একরামুল কবির, ৪২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জেসমিন নাহার, ঐ ওয়ার্ডের মেম্বার আখতারুজ্জামান লিটিল প্রমুখ।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন তার বক্তৃতায় বলেন, আমাদের সরকার বাল্যবিবাহ রোধে অনেক ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আপনারা যদি বাল্যবিবাহ রোধ করতে কোন সমস্যার সম্মুখীন হন তবে ১০৯ নাম্বারে কল দিয়ে আমাদের জানালে তাতক্ষনিক ভাবেই এখানে সকল ধরনের প্রশাসনিক কর্মকর্তা আপনাদের সাহায্য করবে। ১৮’র আগে কেউ বিবাহ করিবেন না, কোথাও বাল্যবিবাহ হলে আমাদের খবর দিবেন। এ সময় ছাত্রীরা বাল্যবিবাহ বিরোধী নানান ধরনের গান উপস্থিত সবার সামনে পরিবেশন করেন। উক্ত অনুষ্ঠানটি সহায়তা করেন উপজেলা পরিচালনা ও উন্নয়ন প্রকল্প স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার আরিফুজ্জামান।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version