মে ১০, ২০২২
অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি জেলা শাখার বার্ষিক সাধারণ সভা
![]() নিজস্ব প্রতিনিধি : ব্যাপক উৎসাহ ও উদ্দীনার মধ্য দিয়ে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলা শাখার বার্ষিক সাধারণ সভা -২০২০ ও ২০২১ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মে) বেলা ১১ টায় সাতক্ষীরা শহরের কামালনগস্থ তুফান কনভেনশন সেন্টার লেকভিউতে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান মো. আব্দুর রব ওয়ার্ছি’র সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমান। বার্ষিক সাধারণ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা একাউন্টস্ এন্ড ফিন্যান্স অফিসার অশোক কুমার মল্লিক, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হোসেন, বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি প্রকৌশলী শেখ তহিদুর রহমান ডাবলু, সাধারণ সম্পাদক ডা. এ কে এম আব্দুর রাজ্জাক প্রমুখ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জিয়াউদ্দিন আহমেদ, নির্বাহী সদস্য মোহাম্মদ আলী সিদ্দিকী, শেখ ইমদাদ হোসেন, আব্দুল মজিদ, আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, সাবেক অধ্যক্ষ আইয়ুব আলী প্রমুখ। সাধারণ সভায় সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সাংগঠনিক বিষয়সহ কমিটি নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হোসেন। 9,099,022 total views, 3,161 views today |
|
|
|