এপ্রিল ৮, ২০২২
চিরনিদ্রায় শায়িত সাবেক এমপি বিএম নজরুল ইসলাম
কলারোয়া প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়ার এক অভিভাবক এবং মহানায়কের প্রস্থান হলো। চিরনিদ্রায় শায়িত হলেন। চলে গেলেন না ফেরার দেশে। উপজেলার হাজারো মানুষ দিলেন শেষ বিদায়। আলহাজ বিএম নজরুল ইসলাম। ‘নজরুল সাহেব’ নামেই যিনি পরিচিত ছিলেন। বীর মুক্তিযোদ্ধা বিএম নজরুল ইসলাম রাজনীতির গন্ডি পেরিয়ে ছিলেন দলমতনির্বিশেষে সর্বজনবিদিত ব্যক্তিত্ব মানুষ হিসেবে। ছিলেন এ অঞ্চলের স্বচ্ছ ও সুস্থ ধারার রাজনীতির পুরোধা। উপজেলার আপামর সাধারণ মানুষের আস্থা ও ভরসা’র এই সজ্জন মানুষটি বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। শুক্রবার (৮ এপ্রিল) সকালে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। বীর মুক্তিযোদ্ধা আলহাজ বিএম নজরুল ইসলাম ছিলেন সাতক্ষীরার কলারোয়ায় মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য, কলারোয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, সাবেক গোপীনাথপুর ইউপি চেয়ারম্যান, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, সাতক্ষীরা জেলা আ.লীগের সাবেক আহŸায়ক ও বর্তমান সহ-সভাপতি এবং প্রতিষ্ঠিত ব্যবসায়ী। একই সাথে বহু সামাজিক, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে ছিলো তার হাতের ছোঁয়া ও সম্পৃক্ততা।
শুক্রবার (৮ এপ্রিল) সকাল ৮টায় কলারোয়া পাইলট হাইস্কুল ফুটবল মাঠে জাতীয় পতাকায় মুড়িয়ে দেওয়া হয় বিএম নজরুল ইসলামের লাশ। সেখানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করেন।
আলোচনাপর্ব সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান ও সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক।
অপরদিকে বিএম নজরুল ইসলামের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সামাজিক, ধর্মীয়, শিক্ষা প্রতিষ্ঠান, সাংবাদিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। তারা কলারোয়ার এই অভিভাবকের (বিএম নজরুল ইসলাম) মৃত্যুতে বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের মৃত্যুতে শুধুমাত্র আওয়ামীলীগ নয়, কলারোয়াবাসী একজন অভিভাবক হারালো। তিনি দলের ঊর্দ্ধে থেকে ছিলেন দলমত নির্বিশেষে সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি। 8,587,389 total views, 4,075 views today |
|
|
|