এপ্রিল ২১, ২০২২
কলারোয়ায় আড়াই হাজার মানুষের ইফতার আয়োজন একা রায়হান আল বাশারের
ফারুক হোসাইন রাজ, কলারোয়া: সাতক্ষীরা কলারোয়ার ৯ নম্বর হেলাতলা ইউনিয়নে মানবতার ফেরিওয়ালা নামে পরিচিত ইতালি প্রবাসী রায়হান আল বাশার সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘সততা সংঘ’র মাধ্যমে আড়াই হাজার ধর্মপ্রাণ মুসুল্লিকে মাহে-রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করেছেন। বৃহস্পতিবার ( ২১ এপ্রিল ) ১৯তম মাহে রমজানে হেলাতলা ইউনিয়নের ২০টি মসজিদসহ ব্রজবাকসা বাজারের ব্যবসায়ী ও পথচারীদের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়। সামাজিক স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন ‘সততা সংঘ’র প্রতিষ্ঠা ও প্রধান উপদেষ্টা ইতালি প্রবাসী রায়হান আল বাশার বলেন, মাহে রমজানে মানুষের মনে প্রশান্তি ফেরাতে কলারোয়া উপজেলার ধর্মপ্রাণ আড়াই হাজার মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুধু ইফতার সামগ্রী নয় বরং হেলাতলা ইউনিয়নে অর্থের অভাবে শিক্ষা থেকে ঝরে পড়া শিশু ও অসহায় পরিবারের মাঝে সহযোগিতা দিয়ে ৯ নম্বর হেলাতলা ইউনিয়নকে একটি শিক্ষিত ও আদর্শ ইউনিয়ন হিসেবে গড়তে ‘সততা সংঘ’র একদল অদম্য মাদকমুক্ত ও শিক্ষিত তরুণকে সাথে নিয়ে কাজ করছি। ইতিপূর্বে করোনা কালীন কঠিন দুরবস্থার সময়ে ইউনিয়নের তিন শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী, সাবান, হ্যান্ড স্যানিটাইজার, বিতরণ করে করোনার স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্য প্রচার প্রচারণা করা হয়েছে। আগামীতে যাতে ৯ নম্বর হেলাতলা ইউনিয়নের প্রতিটি অসহায় ও হতদরিদ্র পরিবারের সদস্যদের সুখে দুঃখে পাশে থেকে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়ে কাজ করতে পারেন এজন্য তিনি এলাকাবাসীর কাছে সংগঠনের সকল সদস্যদের জন্য দোয়া ও সহযোগিতা কামনা করেছেন। 8,586,726 total views, 3,412 views today |
|
|
|