ফারুক হোসাইন রাজ : ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে ২২ বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন সাতক্ষীরা কলারোয়ার বাপ্পি টেলিকমের সেই হাস্যোজ্জ্বল মোবাইল রিপ্রেজেনটেটিভ নয়ন হোসেন। রবিবার (১০ এপ্রিল) সন্ধ্যা ৬ টা ১৮ মিনিটে রাজধানীর মেডিকেল হাসপাতালে ৭০১ নম্বর বেডে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করে।
মেধাবী ছাত্র নয়ন সাতক্ষীরা সিটি কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সন্মান দ্বিতীয় বর্ষের চলমান শিক্ষার্থী ও পৌরসদরের মুরারীকাটি ৮নং ওয়ার্ডের ভ্যানচালক রুহুল আমিনের ও এক মেয়ে – দুই ছেলের মধ্যে মেঝ ছেলে। মধ্যবিত্ত পরিবার হওয়ায় নিজেই লেখাপড়ার খরচ যোগাতে কলারোয়া বাপ্পি টেলিকমে রিপ্রেজেনটেটিভ কাজে কর্মরত ছিল।
পরিবার সূত্রে জানা যায়, গত ৪ মাস আগে জ্বর হলে রক্ত পরীক্ষায় ব্লাড ক্যান্সার নামক জটিল দুরারোগ্য ব্যাধি ধরা পড়ে৷ অতিসম্প্রতি শারিরীক অবস্থার মারাত্মকভাবে অবনতি ঘটে আজ সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সপ্তম তলায় ৭০১ নম্বর ওয়ার্ডে মৃত্যু বরন করে। মৃতদেহ ঢাকা থেকে রাতের মধ্যে পরিবারের নিকট এসে পৌছালে মরহুমের রুহের আত্মার মাগফেরাত কামনায় ১০টার সময় প্রথম জানাযা কলারোয়া সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল ফুটবল মাঠে ও দ্বিতীয় জানাযা নামাজ দুপুর ১২টায় তাঁর নিজ গ্রাম মুরারীকাটিতে অনুষ্ঠিত হওয়ার পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
এদিকে হাস্যোজ্জ্বল সদালাপী অল্প বয়সী তরুণ নয়নের বেদনাদায়ক মৃত্যুতে কলারোয়া উপজেলা ঘিরে শোকের ছায়া নেমে এসেছে। প্রতিটি মানুষের হৃদয় অঝোরে কাঁদছে তার জন্য৷ মানবিক কলারোয়া ফাউন্ডেশনের সদস্যরা মরহুম নয়নের বিদেহী রুহের আত্মার মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।