Site icon suprovatsatkhira.com

সাতক্ষীরায় ঐতিহাসিক মুজিবনগর দিবসের আলোচনা সভা

ডেস্ক রিপোর্ট : সাতক্ষীরায় ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ এপ্রিল) বেলা ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সাতক্ষীরা জেলা প্রশাসন এ আলোচনা সভার আয়োজন করে। জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহম্মেদ রবি। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ‘মুজিবনগরে বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয়। যে সরকারের অধীনে পরিচালিত হয় আমাদের মহান মুক্তিযুদ্ধ। আমরা পাই স্বাধীন সার্বভোম বাংলাদেশ’।

তিনি আরো বলেন, ‘ঐতিহাসিক মুজিবনগর দিবসকে এ ক্যাটাগরির জাতীয় দিবস হিসেবে উদযাপনের জন্য আমি জাতীয় সংসদে উত্থাপন করব। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ২৬ মার্চ প্রথম প্রহরের স্বাধীনতা যুদ্ধের ঘোষণা ও তাঁর অবদান এবং জাতীয় চার নেতার মুক্তিযুদ্ধের ভূমিকা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন’। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সজিব খান, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান বাবু, দেবহাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মুজিবুর রহমান, কালিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সাঈদ মেহেদী, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউল হক দোলন। এছাড়া জেলার ৭টি উপজেলার সকল ইউএনওগণ, জেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তাগণ, বীর মুক্তিযোদ্ধাগণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মুজিবনগর দিবসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তারা বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানের শুরুতে জেলা তথ্য অফিস “মুজিবনগর বাংলাদেশের প্রথম রাজধানী” শীর্ষক চলচ্চিত্র প্রদর্শন করা হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version