Site icon suprovatsatkhira.com

রোটারী ক্লাব অব জাহাঙ্গীরনগর ঢাকার উদ্যোগে সাতক্ষীরায় ইফতারি বিতরণ

নিজস্ব প্রতিনিধি : পবিত্র মাহে রমজান উপলক্ষে রোটারী ক্লাব অব জাহাঙ্গীরনগর ঢাকার উদ্যোগে সাতক্ষীরায় বিভিন্ন মসজিদে সুপেয় পানি ও হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার রোজাদার এতিম শিশুদের মাঝে ফলের জুস বিতরণ করা হয়েছে। বুধবার (১৩ এপ্রিল) পুরাতন সাতক্ষীরা এতিমখানা ও লিল্লাহ বোডিং, আলিয়া মাদ্রাসা এতিমখানা, বাঁকাল এতিমখানা, কাটিয়া শাহী মসজিদ এতিমখানা, কাটিয়া রহমানিয়া এতিমখানার এতিম রোজাদার শিশুদের মাঝে ফলের জুস বিতরণ করা হয়েছে।

এছাড়াও পবিত্র মাহে রমজান উপলক্ষে মাস ব্যাপি সাতক্ষীরার বিভিন্ন মসজিদে রোজাদার মুসুল্লীদের জন্য সুপেয় খাবার পানি সরবরাহ করছে রোটারী ক্লাব অব জাহাঙ্গীরনগর ঢাকা। পবিত্র মাহে রমজানে প্রতিদিন দুইবার ইফতারির পূর্বে ও এশার নামাজের পুর্বে সাতক্ষীরা রাজ্জাক পার্ক জামে মসজিদ, থানা জামে মসজিদ, কাটিয়া লস্কর পাড়া জামে মসজিদ, কাটিয়া ঈদগাহ জামে মসজিদ, শাল্যে বায়তুল আমান জামে মসজিদসহ বিভিন্ন মসজিদে রোজাদারদের জন্য সুপেয় খাবার পানি সরবরাহ করছে রোটারী ক্লাব অব জাহাঙ্গীরনগর ঢাকা।

সাতক্ষীরার কৃতি-সন্তান নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ক্লাব প্রেসিডেন্ট রোটারী ক্লাব অব জাহাঙ্গীর নগর ঢাকা’র ডিস্ট্রিক ৩২৮১ নাজনীন আরা নাজুর সার্বিক সহযোগিতায় রোটারী ক্লাব অব জাহাঙ্গীর নগর ঢাকা’র পক্ষ থেকে সাতক্ষীরার বিভিন্ন মসজিদের রোজাদারদের জন্য মাস ব্যাপি সুপেয় পানি সরবরাহ ও বিভিন্ন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার রোজাদার শিশুদের মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষে ফলের জুস বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version