Site icon suprovatsatkhira.com

ভোমরা বন্দরে আমদানি করা কমলালেবুর ট্রাকে মিললো ভারতীয় থ্রিপিচ ও ইমিটেশন গহনা

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরার ভোমরা বন্দরে আমদানিকৃত ভারতীয় কমলালেবুর গাড়িতে উদ্ধার হলো কোটি টাকা মূল্যের থ্রিপিস ও ইমিটেশন গহনা। ভারতীয় ওই গাড়িতে তল্লাশি চালিয়ে ভোমরা কাস্টমস বিভাগ এই চোরাচালান পন্য আটক করে সোমবার।

গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা জানান, ভোমরার রবিউল ইসলামের মালিকানাধীন মেসার্স রফি এন্টারপ্রাইজের মাধ্যমে জনৈকি মাসুদ রানা ওই গাড়িটি ভারতীয় কমলালেবু নিয়ে সোমবার বিকালে ভারতের ঘোজাডাঙা বন্দর থেকে বাংলাদেশের ভোমরা স্থলবন্দরে প্রবেশ করে। এই গাড়িতে অবৈধ চোরাচালান পন্য রয়েছে এমন গোপন তথ্যের ভিত্তিতে এতে তল¬াশি চালানো হয়।

ভোমরা কাস্টমস সুপার আবুল কালাম আজাদ বলেন, মঙ্গলবার সকালে এই গাড়িতে পাওয়া ১০২৯ টি কার্টুনের মধ্যে ৯১টিতে ছিল মূল্যবান ভারতীয় থ্রিপিস ও ইমিটেশন গহনা। তিনি জানান, থ্রিপিসের সংখ্যা ১০৫৩টি। এর মূল্য ৫৫ লাখ টাকা। এছাড়া ইমিটেশন গহনার মূল্য ১৬ লাখ টাকা। এ ছাড়া কমলা লেবুর দাম সহ মোট জিনিসের দাম প্রায় এক কোটি টাকা।

তিনি জানান, ফল এবং অন্যান্য অবৈধ পন্য সহ ভারতীয় গাড়িটি এখন কাস্টমসের গোডাউন এলাকায় রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version