এপ্রিল ১৭, ২০২২
বুধহাটা নিবেদিতা নার্সিংহোমে এক সপ্তাহে দু’রোগির মৃত্যু
সমীর রায়, আশাশুনি : মাত্র এক সপ্তাহের ব্যবধানে আশাশুনির বুধহাটায় নিবেদিতা নার্সিংহোমে দুই রোগীর মৃত্যু হওয়ায় ক্লিনিকের সেবার মান নিয়ে নানা গুঞ্জন শুরু হয়েছে। অপরদিকে গত সোমবার (১১ এপ্রিল) ক্লিনিকে উত্তর চাপড়া গ্রামের দুই সন্তানের জননী নাজমা খাতুনের প্রাণ গিয়েছিল ভুল অপারেশনের কারণে। নাজমার স্বামী নুর উদ্দিন জানান, সোমবার সকাল ১১ টার দিকে ক্লিনিকের সহযোগি গোপাল কুমারের মাধ্যমে তিনি তার স্ত্রীর পিত্তথলির পাথর অপারেশন করার জন্য নিয়ে যান। তাকে বলা হয় পিত্তথলির পাথর অপারেশন করতে সাতক্ষীরা থেকে বড় ডাক্তার আনা হবে এবং ১৬ হাজার টাকা চুক্তি হয়। কিন্তু অপারেশনের সময় ক্লিনিকের মালিক নিজেই অপারেশন করেন। অপারেশন থিয়েটার থেকে বলা হয় রোগীর অবস্থা খুবই খারাপ। তাকে সাতক্ষীরা মেডিকেল নিতে হবে। ঐদিন রাত ৮টার দিকে মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে আইসিইউতে থাকাবস্থায় পরদিন সন্ধ্যা ৭.৩০ টার দিকে রোগি মারা যায়। তিনি আরো বলেন, নাজমা খাতুন অপারেশনের আগে সুস্থ ছিলেন। একটা ছেলে এবং একটা মেয়ে নিয়ে তাদের সোনার সংসার ছিল। আজ তারা নিঃস্ব হয়ে গেছে। তিনি এর উপযুক্ত শাস্তি দাবি করেন। ক্লিনিকে কোন ডিপ্লোামা নার্স, নেই ল্যাব টেকনিশিয়ান। সম্পূর্ণ নিয়ম বহির্ভূতভাবে চলছে এই ক্লিনিকটি। অবিলম্বে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েন ভুক্তভোগি এলাকাবাসী।
এব্যাপারে ক্লিনিক মালিকের সাথে কথা বলার জন্য একাধিকবার চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।
8,617,664 total views, 9,321 views today |
|
|
|