এপ্রিল ১৩, ২০২২
বিধবা খাজিদার অনিরাপদ বসতঘরে ঝুঁকিপূর্ণ জীবনযাপন
নিজস্ব প্রতিনিধি: শ্যামনগর উপজেলাধীন কাশিমাড়ী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে বিধবা অসহায় খাদিজা পরিবারের অনিরাপদ ঝুঁকিপূর্ণ ঘরে বসবাস। তিনি একজন অতি দরিদ্র, অস্বচ্ছল বিধবা নারী শ্রমিক। তার সংসারে তিনজন সদস্য অথচ আমি একাই উপার্জনকারী। তার এক কন্যা সন্তান কলেজ পড়–য়া ও মেধাবী। তার যে জায়গা আছে তা ভূমিহীনের সমতুল্য। তার মাটির একটি কাঁচা ঘর বেধে অতিকষ্টে বসবাস করছি। যা অত্যন্ত পুরাতন ও নড়বড়ে। অতি কষ্টে জীবন জীবন চলছে। মাটির তৈরী খড়ের ছাউনিযুক্ত ঘরের চালের উপর পলিথিন দিয়ে ছেয়ে রেখেছে। প্রাকৃতিক ঝড়-বৃষ্টি হলেই তার পরিবারের সদস্যদের নিয়ে তিনি নিদারুন দুঃচিন্তায় থাকে। তার ঘরটি বিগত সময়ে যথাক্রমে আইলা, সিডর, আম্ফান, বুলবুলি ও অন্যান্য প্রাকৃতিক ঝড়ে কয়েকবার ক্ষতিগ্রস্থ হয়েছে। প্রাকৃতিক যে কোন বিপর্যয়ে তিনি পরিবারের সকলকে নিয়ে নিরাপদ আশ্রয়ে অন্যত্র চলে যান। তার পরিবার নিয়ে বসবাসের অবস্থা স্বচক্ষে না দেখলে বিশ্বাসযোগ্য নয়। অভাবের তাড়নায় তিনি নিরাপদ কোন ঘরও তৈরী করতে পারছেন না। তাই তিনি সরকারে কােছ তার অবস্থা পরিদর্শনপূর্বক একটি সরকারী নিরাপদ বসতঘরের দাবী জানান। 8,607,749 total views, 15,628 views today |
|
|
|