Site icon suprovatsatkhira.com

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২১-২২ এর শুভ উদ্বোধন 

ডেস্ক রিপোর্ট : প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২১-২২ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে, প্রাইম ব্যাংক লিমিটেড এর পৃষ্ঠপোষকতায় এবং সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় শনিবার (৯ এপ্রিল) সকালে সাতক্ষীরা স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবির।

উদ্বোধনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমান। অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদ হাসান মুক্তি, ক্রিকেট সম্পাদক ও সংস্থার যুগ্ম সম্পাদক মীর তাজুল ইসলাম রিপন, মোঃ সাইদুর রহমান শাহীন, নির্বাহী সদস্য খন্দকার আরিফ হাসান প্রিন্স, আ.ম. আখতারুজ্জামান মুকুল, মোঃ লুৎফর রহমান সৈকত, ইকবাল কবির খান বাপ্পি, ফারহা দীবা খান সাথী, শিমুন শামস, খালিদ জাহাঙ্গীরসহ অংশগ্রহনকারী স্কুলগুলোর শিক্ষকবৃন্দ, দুই দলের খেলোয়াড় ও ক্রীড়ামোদী দর্শক। উদ্বোধনি দিনে সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় বনাম সাতক্ষীরা পি.এন মাধ্যমিক বিদ্যালয়ের খেলা অনুষ্ঠিত হয়। খেলায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় টসে জিতে ব্যাট করতে নেমে ৩৭.৩ ওভারে ১০ উইকেটে ২১৭ রান করে। দলের কাজি মাহি হাসান সর্বোচ্চ ৯৩ রান করে।

প্রতিপক্ষের সাব্বির হোসেন ৫টি উইকেট লাভ করে। জবাবে পি.এন মাধ্যমিক বিদ্যালয় ব্যাট করতে নেমে ৩০.১ ওভারে ৪টি উইকেট হারিয়ে ২২২ রান করে। দলের তুর্য সরকার ৭৩ ও সিহাবুজ্জামান ৫০ রান করে। ফলে পিএন মাধ্যমিক বিদ্যালয় ৬ উইকেটে জয়লাভ করে। খেলায় আম্পায়ার হিসাবে দেবাশীস বসু শেখর ও আবু হাসান বাবলু এবং স্কোরার হিসাবে আব্দুস সামাদ দায়িত্ব পালন করেন। রবিবার সকাল ৯টায় কারিমা মাধ্যমিক বিদ্যালয় বনাম পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে অনুষ্ঠিত হবে।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version