পাটকেলঘাটা প্রতিনিধি : পাটকেলঘাটায় পিকআপ-ট্রাক মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। সোমবার ভোরে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালা উপজেলার পাটকেলঘাটা থানার কুমিরা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ওই দু’জনকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে মারা যান। নিহত দুজনই গরু ব্যবসায়ী বলে জানা গেছে। নিহতরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের গোদাঘাটা গ্রামের আহসানউল্লাহর ছেলে ইয়াসিন আলী (৩০) ও আগরদাঁড়ি ইউনিয়নের আগরদাঁড়ি গ্রামের কোমরউদ্দিন সরদারের ছেলে লাল্টু সরদার (২৮)। নিহত দু’জনের মধ্যে ইয়াসিন আলী সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ও লাল্টু সরদার খুলনা ২৫০ শয্যা হাসপাতালে মারা যায়।
নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, ইয়াসিন ও লাল্টু পিক-আপে চড়ে ভোরে গরু কিনতে যাচ্ছিলেন বাগেরহাট জেলার ফকিরহাটে। পথিমধ্যে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের তালা উপজেলার পাটকেলঘাটা থানার কুমিরা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে তাদের বহনকারী পিকআপটি একটি দ্রæতগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাথায় আঘাত প্রাপ্ত হয়ে তারা দুজনই গুরুতর আহত হন। এক পর্যায়ে দুপুর একটার দিকে ইয়াসিন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ও দুপুর দেড়াটার দিকে লাল্টু খুলনা ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি হাসান উক্ত দুই গরু ব্যবসায়ীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।