Site icon suprovatsatkhira.com

নবীন প্রবীণে প্রাণবন্ত কলারোয়া উজলেলা প্রশাসনের ইফতার মাহফিল

ফারুক হোসাইন রাজ, কলারোয়া: সাতক্ষীরার কলারোয়া উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে এ বছর পবিত্র মাহে রমজান উপলক্ষে মনোরম পরিবেশে সব থেকে বড় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২২ রমজান রবিবার( ২৪ এপ্রিল) বিকাল সাড়ে ৫ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে নির্বাহী কর্মকর্তার বাসভবনের সামনে ইফতার পূর্বক দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী।

অনুষ্ঠান ঘুরে দেখা যায়, উপজোলার অনেক প্রবীণ শিক্ষক গুনীজনেরা লাঠিতে ভর দিয়ে ইফতার ও দোয়া মাহফিলে অংশ নিয়েছেন । ইফতার মাহফিলের নির্দিষ্ট টেবিলে খুবই আন্তরিকতায় কুশলাদি আলাপচারিতা করছেন উপজলের বিভিন্ন স্বনামধন্য বিদ্যাপিঠের অবসরপ্রাপ্ত ও নতুন শিক্ষকবৃন্দ। পাশাপাশি সামাজিক অঙ্গনে অসহায় মানুষের পাশে দাড়নো সেচ্ছাসেবী সংগঠনের উদীয়মান দায়িত্বশীলদের সাথে প্রতিটি টেবিলে একজন করে উপজেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা আনন্দটা ভাগাভাগি করছেন এমন পরিবেশ যেন উপজেলাতে এইবারই প্রথম। সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী শিক্ষক স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার, ফার্মাসিস্ট, জনপ্রতিনিধি সুশীল সমাজের নাগরিক রাজনৈতিক বিভিন্ন সংগঠনের নেতা নেতৃ সাংবাদিকমহলের অংশ গ্রহণে মুখরিত ইফতার মাহফিলটি যেন মিলন মেলায় রুপ নিয়ে সুশীল সমাজের মানুষকে আয়োজনটি প্রানবন্ত করেছেন।

মুফতি মতিয়ার রহমানের পরিচালনায় দোয়া অনুষ্ঠানে অতিধি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ ( ওসি) নাসির উদ্দীন মৃধা, পৌরসভার মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, উপজেলা আ’লীগ সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, শিক্ষাবিদ অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর, শিক্ষাবিদ অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ অধ্যাপক এম,এ ফারুক, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফ্ফার, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী গাজী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ নাজনিন খুকু, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার অমল কুমার সরকার, কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান, সরকারি হাসপাতালের আরএমও ডাক্তার শফিকুল ইসলাম, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক আলিমুর রহমান, কলারোয়া রিপোর্টারস ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, গ্রাম ডাক্তার কল্যান সমিতির সভাপতি আলহাজ্ব কাজী, সামসুর রহমান, পরিসংখ্যান কর্মকর্তা তাহের মাহমুদ সোহাগ, কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবুর রহমান, হেলাতলা টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ কবীর উদ্দিন বিশ্বাস, কাজীরহাট ডিগ্রি কলেজের অধ্যক্ষসহ মোট ৩০০ জন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, প্রধান শিক্ষক ও শিক্ষক নেতৃবৃন্দ, ব্যবসায়িক, সামাজিক সংগঠন, সাংবাদিক ও সূধিবৃন্দ। দোয়ানুষ্ঠানের পর যথাসময়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version