এপ্রিল ২৫, ২০২২
তালায় সামাজিক বনায়নের চেক হস্তান্তর
তালা প্রতিনিধি : ডবিøউএফপি এর সহযোগীতায় ১৯৯০ দশকের প্রথম দিকে তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় সামাজিক বনায়ন কর্মসূচীর আওতায় বৃক্ষ রোপন করা হয়। বেসরকারি সংস্থা সেতু বাংলাদেশ বৃক্ষ রোপন কর্মসূচী বাস্তবায়ন করে। দীর্ঘ প্রায় ৩০ বছর পর সামাজিক বনায়নের রোপিত গাছগুলো তালা উপজেলা নির্বাহী অফিসারের কার্যলয়ের মাধ্যমে টেন্ডার প্রক্রিয়ায় বিক্রয় করা হয়। গাছ বিক্রয় থেকে প্রাপ্ত অর্থ উপকারভোগী স্থানীয় সমিতির মাঝে প্রদান করা হয়েছে। সোমবার (২৫ এপ্রিল) সকালে তালা উপজেলা নির্বাহী অফিসার’র কার্যলয়ে গাছের উপকারভোগী স্থানীয় সমিতির অনুকূলে অর্থের চেক হস্তান্তর করেন, উপজেলা নির্বাহী অফিসার প্রশান্ত কুমার বিশ্বাস। এ সময় উপজেলা নির্বাহী অফিসার’র কার্যলয়ের প্রশাসনিক কর্মকর্তা ফেরদৌস গোলাম মোর্শেদ ও সেতু বাংলাদেশ’র পরিচালক আবুল হোসেন সহ উপকারভোগী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সূত্রে জানাগেছে, উপকারভোগী ১৫টি সমিতির মাঝে ত্রিপক্ষীয় চুক্তির ৬০ শতাংশ অর্থ হিসেবে এদিন ১৭ লক্ষ ৫০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়। এই টাকা নগদ উত্তলোন পূর্বত আনুষ্ঠানিক ভাবে স্থানীয় সমিতিগুলোর সদস্যদের মাঝে বিতরন করা হবে।
8,584,407 total views, 1,093 views today |
|
|
|