এপ্রিল ২৫, ২০২২
তালায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
বিশেষ প্রতিনিধি : ‘বিনা খরচে নিন আইনি সহায়তা, শেখ হাসিনার সরকার দিচ্ছে এই নিশ্চয়তা’ এই পতি পাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার তালা উপজেলা লিগ্যাল এইড কমিটি ও উইমেন জব ক্রিয়েশন সেন্টারের আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২২ পালিত হয়েছে। সোমবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় ইউএসএআইডি’র প্রমোটিং পিস এ্যান্ড জাস্টিস পিপিজে এ্যাকটিভির আর্থিক সহযোগিতায় ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর বাস্তবায়নে দিবসটি উদযাপন উপলক্ষে তালা উপজেলা পরিষদ চত্তর থেকে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। প্রমোটিং পিস এন্ড জাস্টিস (পিপিজে)- সাতক্ষীরার এ্যাকটিভিটি’র প্রোগ্রাম ম্যানেজার মো: ইউনুছ আলীর পরিচালনায় অনুষ্ঠিত র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বক্তব্য দেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বেসরকারি সংস্থা উইমেন জব ক্রিয়েশন সেন্টারের নির্বাহী প্রধান আশরাফুন নাহার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, তালা উপজেলা উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ি, তালা সদর ইউনিয়ন পরিষদের চেয়রাম্যান সরদার জাকির হোসেন, খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রভাষক প্রনব ঘোষ বাবলু, ধানদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভায় আরো উপিস্থত ছিলেন, তালা উপজেলা লিগ্যাল এইড কমিটি, ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির সদস্য , এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গ, সাংবাদিক ,সুশিল সমাজ প্রতিনিধি সহ প্রায় দুই শতাধিক মানুৃষ। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন প্রমোটিং পিস এন্ড জাস্টিস (পিপিজে)- সাতক্ষীরার প্রকল্পের কর্মকর্তাবৃন্দ। 8,584,396 total views, 1,082 views today |
|
|
|