এপ্রিল ২৮, ২০২২
তালায় কলেজ ছাত্রকে বিবস্ত্র করে নির্যাতনের পর ভিডিওি চিত্র ধারণ গ্রেপ্তারের ২০ ঘন্টা পর ছাত্রলীগ নেতা সৈয়দ আকিবের জামিন
নিজস্ব প্রতিনিধি: তালার মেধাবী কলেজ ছাত্রকে অপহরনের পর বিবস্ত্র করে তার চুল কেটে ন্যাড়া করে দিয়ে শারীরিক নির্যাতনের ভিডিও চিত্র ধারণের রোমহর্ষক ঘটনায় জড়িত প্রধান আসামি তালা উপজেলা ছাত্রলীগ নেতা সৈয়দ আকিব গ্রেপ্তারের ২০ ঘণ্টা পর জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার সন্ধ্যায় সৈয়দ আকিবকে তালা থানা পুলিশ খুলনার ডুমুরিয়া বাজার এলাকা থেকে গ্রেপ্তার করে। তাকে বৃহষ্পতিবার দুপুর দু’টোর দিকে সাতকক্ষীরার বিচারিক হাকিম তৃতীয় আদালতের বিচারক মহিদুল ইসলাম তাকে দু’ হাজার টাকা বÐে জামিনে মুক্তির আদেশ দেন। সৈয়দ আকিব তালা উপজেলার মাঝিয়াড়া গ্রামের সৈয়দ ইদ্রিসের ছেলে। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল ইসলাম খান বলেন, এসএসসি পরীক্ষার্থী প্রেমিকাকে ভাগিয়ে নিয়ে সম্পর্ক গড়ে তোলার অভিযোগে মেধাবী ছাত্র শোয়েব আজিজ তন্ময়কে অমানুষিক নির্যাতন করার ঘটনায় প্রধান আসামি সৈয়দ আকিবকে ডুমুরিয়া থেকে বুধবার সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়। সে উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও তালা সদর ইউনিয়নের সাবেক আহŸায়ক। এ ঘটনায় জড়িত অপর ৪ আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। সাতক্ষীরার বিচারিক হাকিম তৃতীয় আদালতের দায়িত্বপ্রাপ্ত কোর্ট উপপরিদর্শক (সিএসআই) হাবিবুর রহমান জানান, সৈয়দ আকিবের বিরুদ্ধে আনীত অভিযোগের ভিত্তিতে তিনি তার জামিনের বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানী শেষে বিচারক মহিদুল ইসলাম তাকে দু’ হাজার টাকার বÐে জামিন মঞ্জুর করেন। জামিন নামার কাগজ জমা দিয়েই কোর্ট গারদ থেকে তাকে মুক্তি দেওয়া হয়েছে। আসামীপক্ষের আইনজীবী ছিলেন রাজীব রায় চৌধুরী সঞ্জয়। উল্লেখ্য, জাতপুর টেকনিক্যাল কলেজ থেকে জিপিএ-৫ পেয়ে সদ্য এইচএসসি পাশ করা জাতপুর গ্রামের শোয়েব আজিজ তন্ময়কে তার এক বন্ধু রবিবার দুপুরে মোবাইল ফোনে তালা বাজারে ডেকে নেয়। পরে তাকে তালা সরকারি কলেজ হোস্টেলের একটি কক্ষে নিয়ে যাওয়া হয়। সেখানে উপস্থিত ছাত্রলীগ নেতা সৈয়দ আকিব, শ্রমিকলীগ নেতা সৌমিত্র চক্রবর্তী এবং ছাত্রলীগের নাহিদ হাসান উৎস্য, সজীব ও জয় তার ওপর নির্যাতন শুরু করে। সৈয়দ আকিব ও তার সহযোগীরা তাকে বিবস্ত্র করে মাথার চুল কেটে ন্যাড়া করে দেয় এবং দৈহিকভাবে নির্যাতন চালিয়ে জখম করে। এ অবস্থায় ভিডিও চিত্র ধারণ করা হয়। তার মোবাইল ফোন কেড়ে নিয়ে তন্ময়ের বাড়িতে ফোন করে তার মা নার্গিস সুলতানার কাছে ২ লাখ টাকা মুক্তিপন দাবি করে। মোবাইল ফোনে তন্ময়ের মারপিটের শব্দ ও আহাজারি শোনানো হয়। খবর পেয়ে তন্ময়ের দু’ চাচাত ভাই কলেজ হোস্টেলে গিয়ে তাকে উদ্ধার করেন। পরে তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় তালা হাসপাতালে। সেখানেও আকিব ও তার সহযোগীরা আবারও তাকে মারপিট করার হুমকি দেয়। আরো উলে¬খ থাকে যে ,২০১১ সালের ২৩ মে বিকেলে দৈনিক প্রজন্মের ভাবনার তালা প্রতিনিধি সুমন রায় গণেশকে বাড়ির সামনে রাস্তা থেকে তুলে নিয়ে তার পরিধেয় জামা খুলে পিঠ মোড়া দিয়ে বেঁধে মাঝিয়াড়া মোড়ে ফেলে রাখেন সৈয়দ ইদ্রিস, তার বড় ছেলে সৈয়দ খালিদ, সঞ্জয় দে, নয়ন দাস ও মিন্টু। এ সময় তার পকেটে থাকা কলমের মুখটিতে গাজা ঢুকিয়ে দিয়ে পুলিশে ধরিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়। খবর পেয়ে গনেশের বাবা মাঝিয়াড়া মোড়ে গেলে সৈয়দ ইদ্রিস তাকে জুতোপেটা করতে যান। তাকে গোপালপুর ¯¬ুইজ গেট পার না হওয়ার হুমকি দেওয়া হয়। একপর্যায়ে ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু ও সাংবাদিক নজরুল ইসলামসহ পুলিশের হস্তক্ষেপে গণেশ ছাড়া পায়। এ ঘটনায় পর দিন সুমন রায় গণেশ বাদি হয়ে সৈয়দ ইদ্রিস, সৈয়দ খালিদসহ পাঁচজনের নাম উলে¬খ করে থানায় মামলা করেন। দীর্ঘ দিন ধরে তালা এলাকার সাধারণ মানুষ ইদ্রিস ও তার স্বজনদের হাতে জিম্মি হয়ে পাড়েছে।
এ ঘটনায় তন্ময়ের বাবা তালা থানায় সৈয়দ আকিব সহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এরপরও তার বাড়িতে নির্যাতনকারীরা ফোন করে নানাভাবে হুমকি ধামকি দিতে থাকে। 8,584,331 total views, 1,017 views today |
|
|
|