সমীর রায়, আশাশুনি : আশাশুনিতে পূর্ব শত্রæতার জের ধরে প্রতিপক্ষের হামলায় এক গৃহবধুর শ্লীলতাহানী সহ তার শিশু ছেলে ও স্বামী আহত হয়েছে। আহত শিশুটিকে জায়গীরমহল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার উপজেলার খাজরা ইউনিয়নের খাজরা গ্রামে। এ ঘটনায় খাজরা ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে লিখিত অভিযোগ করা হয়েছে। অভিযোগকারী ওই গ্রামের মৃত সামছুর মোড়লের ছেলে আব্দুল মালেক জানান- পূর্ব শত্রæতার জের ধরে একই গ্রামের রসুল খাঁর ছেলে মাসুম খাঁ আমাকে ভয়ভীতি দেখানো সহ হুমকি দিয়ে আসছিলো। তার জের ধরে গত মঙ্গলবার সন্ধ্যায় আমি আমার মাছের ঘেরের রাস্তায় পাহারারত অবস্থায় আমাকে একা পেয়ে মাসুম, তার বাবা রসুল খাঁ ও চাচা আবুল হোসেন খাঁ লাঠিসোটা নিয়ে মারপিট শুরু করে।
আমার চিৎকারে আমার স্ত্রী নাসিমা খাতুন (৩৫) ও ছেলে সাকিব ঘটনাস্থলে এসে আমাকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় মাসুম আমার স্ত্রীর কাপড় ছিঁড়ে শ্লীলতাহানী ঘটায় এবং আমার ছেলেটিকে মারপিট করে ঘেরের পানিতে চুঁবিয়ে ধরে। স্থানীয় লোকজন এসে আমাদের উদ্ধার করে। আমার শিশু ছেলেটি বর্তমানে কয়রা থানার জায়গীরমহল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনার প্রতিকার চেয়ে আমি স্থানীয় ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে অভিযোগ করেছি। এ ব্যাপারে গ্রাম আদালতে মারপিটের অভিযোগ করার সত্যতা স্বীকার করে ইউপি চেয়ারম্যান আল. শাহ নেওয়াজ ডালিম জানান দু’পক্ষকে ডেকে গ্রাম আদালতের মাধ্যমে ন্যায় বিচার করা হবে।