নুরুল ইসলাম, খাজরা (আশাশুনি) প্রতিনিধি: আশাশুনির খাজরা ইউনিয়নের পল্লীতে গরু চুরির অপরাধে রাসুল নামে এক যুবককে পুলিশে সোপর্দ করেছে খাজরা ইউপির চেয়ারম্যান আলহাজ্ব এস এম শাহনেওয়াজ ডালিম।
মঙ্গলবার(৫ এপ্রিল) দুপুর বারোটার দিকে গদাইপুর গ্রামে তার নিজ বাড়ি থেকে পুলিশের হাতে সোপর্দ করেন তিনি।
এ বিয়য়ে ইউপি চেয়ারম্যান ডালিম জানান, ইউপি নির্বাচনের আগে ও পরে থেকে আমার এলাকায় রাতের আধারে ব্যাপক ভাবে গরুসহ বিভিন্ন নির্মাণ সামগ্রী চুরির উপদ্রæপ বেড়ে যায়। সম্প্রতি তুয়ারডাঙ্গা গ্রাম থেকে পাঁচটি গরু রাতে চুরি করে নিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চোরদের ধরতে মাঠে নামে আমার নেতাকর্মীরা। এরই জের ধরে তুয়ারডাঙ্গা গ্রামের আদমের পুত্র চিহ্নিত চোর গোলাম রসূল (৪০) কে ধরে নিয়ে আসে গ্রাম পুলিশ শহিদুল সহ স্থানীয় জনতা। তার স্বীকারোক্তি অনুযায়ী তুয়ারডাঙ্গা গ্রামের জাকিরের গরু,গদাইপুর গ্রামের হিটলারের গরুসহ একাধিক গরু চুরি করেছে তারা। তার স্বীকাক্তিঅনুযায়ী গরু চুরির সাথে একাধিক ব্যক্তি জড়িত রয়েছেন বলে স্থানীয় শতাধিক মানুষের সামনে পুলিশের উপস্থিতিতে স্বীকার করে গোলাম রসুল। পরে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়।
তিনি আরো জানান, আমি পবিত্র ওমরা হজ পালনের জন্য সৌদি আরবে গমন করায় সম্প্রতি তুয়ারডাঙ্গা, গদাইপুর, কাপসন্ডা, পারিশামারি, ফটিকখালি, খালিয়া, খাজরা, লাউতাড়া চোরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। দ্রæত পুলিশ প্রশাসনের সাথে কথা বলে আইন-শৃঙ্খলার উপর জরুরী মিটিং করা হবে এ ইউনিয়নে । চোর এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।