Site icon suprovatsatkhira.com

কেশবপুরে নববর্ষ উদযাপন

কেশবপুর প্রতিনিধি: যশোরের কেশবপুরে পহেলা বৈশাখ উপলক্ষ্য মঙ্গল শোভাযাত্রা, চিত্রাঙ্কন, ছড়া ও কবিতা আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা সভার মধ্য দিয়ে বৃহস্পতিবার বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গল শোভাযাত্রা, চিত্রাঙ্কন, ছড়া ও কবিতা আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা।

এসব কর্মসূচিতে অংশগ্রহণ করেন, কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন, পৌর মেয়র রফিকুল ইসলাম, উপজেলা সহকারি কমিশনার (ভ‚মি) মো. আরিফুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, উপজেলা নাগরিক সমাজের আহবায়ক অ্যাডভোকেট আবু বকর সিদ্দিকী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি তপন কুমার ঘোষ, উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ স¤পাদক মশিউর রহমান, সাংগঠনিক সম্পাদক উৎপল দে প্রমুখ। উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে প্রভাতী অনুষ্ঠান পৌরসভা চত্বরে অনুষ্ঠিত হয়। উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ডাক্তার গোলাম মোস্তফা’র সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্ধোধন করেন কেশবপুর পৌরসভার মেয়র রফিকুৃল ইসলাম। সংগীত, নৃত্যু, চিত্রাঙ্কন, ছড়া , কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়েছে।

এ সময় অনান্যেদের মধ্য উপস্থিত ছিলেন কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, উপজেলা নাগরিক সমাজের আহবায়ক অ্যাডভোকেট আবু বকর সিদ্দিকী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি তপন কুমার ঘোষ, উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ স¤পাদক মশিউর রহমান , সম্মিলিত সাংস্কৃতিক জোটের পহেলা বৈশাখ উদযাপন কমিটির সদস্য সচিব উৎপল দে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন উজ্জ্বল ব্যানার্জী, এস এম সিরাজুল ইসলাম ও প্রদীপ বসু পল্টু। এরপর মঙ্গল শোভাযাত্রা বের হয়।

কেশবপুর চারুপীঠ আর্ট স্কুলের উদ্যোগে চিত্রাংকন প্রতিযোগীতা, আলোচনা সভা ও শহরের রাস্তায় আলপনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কেশবপুর চারুপীঠ আর্ট স্কুলের সহকারি পরিচালক শ্রাবন্তী রায়, সহ সভাপতি সাহা বৈদ্যনাথ,প্রশিক্ষক বিপ্লব হোড়, সৈয়দা জান্নাতুল মাওয়া, সৌরভ ধর জয় প্রমূখ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version