Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জে স্কুলের ভবন নির্মাণে পুকুর চুরির অভিযোগ

জামাল উদ্দিন, কৃষ্ণনগর (কালিগঞ্জ) প্রতিনিধি: কালিগঞ্জ কৃষ্ণনগরে রঘুনাথপুর ৬২ নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণে পুকুর চুরির অভিযোগ উঠেছে ঠিকাদের বিরুদ্ধে। বরাদ্ধকৃত পৃথক ছয়টি রুমের বিপরীতে পাঁচটি রুম বিশিষ্ট দ্বীতলা ভবনের কাজ শেষ করে তড়িঘড়ি উদ্বোধন করা হয়েছে। বিষয়টি জানাজানি হলে বৃহস্পতিবার রাত ৮টা হতে শুক্রবার বেলা সাড়ে ১২ টা পর্যন্ত শক্তিশালী ড্রিল মেশিন দিয়ে বিকট শব্দে ভাঙ্গা হয়েছে ভবনের একটা অংশ। নির্মাণ করা বাদ ফেলে রাখা আরেকটি রুম। ঘটনাটি উপজেলার রঘুনাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ঘটেছে।

সরেজমিন জানাগেছে, উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রঘুনাথপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পিউডিপিএ প্রকল্পের আওতায় ১ কোটি ২৬ লক্ষ ৪ হাজার ৭শ টাকা ব্যয়ে ছয়টি শ্রেনীকক্ষ বিশিষ্ট দ্বীতলা ভবন নির্মাণ কাজ শুরু করেন শায়েদ আহমেদ এর ঠিকাদারী প্রতিষ্ঠান। গত ০১/ ০৩/২০২২ তারিখে উদ্বোধন করেন সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। উদ্বোধনের একমাস পরেই পুকুর চুরির বিষয়টি জনসমক্ষে চাওর হয়ে উঠায় বিপত্তিতে পড়েন সংশ্লীষ্ট ঠিকাদার। তাই ছুটিরদিন সামনে রেখে বৃহস্পতিবার (৩১ মার্চ) রাত ৮ টায় শুরু করেন বাদ পড়ে যাওয়া রুমের কাজের জন্য প্রস্তুত করতে ড্রীল মেশিন দিয়ে ভাঙ্গার কাজ। উপজেলার ছনকা গ্রামের শেখ আঃ গফফারের পুত্র শেখ শহিদুল ইসলামের নেতৃত্বে মিস্ত্রী নুরুজ্জামান ও জাকির সহ পাঁচজন সরারাত কাজ করে। শুক্রবার (১ এপ্রিল) বেলা ১২ টা পর্যন্ত তারা কাজ করে।

তারা এ প্রতিনিধিকে জানায় একটিরুম বাদ দিয়ে কাজ শেষ করায় ধরা পড়েগেছে ঠিকাদার, তাই নতুন করে আবার রুম বাড়ানোর জন্য এগুলো ভাঙ্গা লাগছে। স্কুলের প্রধান শিক্ষক শাহাজান কবীর জানান আমি সর্বাত্বক চেষ্টা করেছি কাজগুলো দেখে নেওয়ার, তারপরেও এমন হলো আমি হতবাক হয়েছি। উপজেলা প্রকৌশলী জাকির হোসেন বলেন স্কুলের ভবন নির্মাণে কাজের গুনগতমান ভাল ছিলো, তবে ছয়রুম বিশিষ্ট কাজের একটি রুম বাদ পড়ে গেছে। এখন সেটা করতে হবে ঠিকাদারকে। এদিকে সহকারী প্রকৌশলী আবুল বাসার ও স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আলতাফ হোসেনে তদারকীতে থাকলেও ঠিকাদারের সাথে যোগসাজসের অভিযোগ করেছেন স্থানীয়রা।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version