Site icon suprovatsatkhira.com

কালিগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধা আবু দাউদের দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় উপজেলার মাঘুরালী আহ্ছানিয়া মিশনের সভাপতি ও মাঘুরালী গ্রামের মরহুম মোহর আলীর ছেলে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ মোঃ আবু দাউদের (৭০) দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বাদ আছর নলতা শরীফ শাহী জামে মসজিদ প্রাঙ্গণে কালিগঞ্জ থানার এস আই সিদ্দিকের নেতৃত্বে পুলিশ বীর মুক্তিযোদ্ধা আবু দাউদকে গার্ড অফ অনার প্রদান করেন।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রোকনুজ জামান বাপ্পী, সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার ও ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, বীরমুক্তিযোদ্ধা আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম রসুলসহ মুক্তিযোদ্ধাবৃন্দ, নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্জ মোঃ আনিছুজ্জামান খোকন, নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরবর্তীতে বাদ মাগরিব ইফতার মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়েছে।

প্রসঙ্গত, বুধবার দিবাগত রাত সাড়ে ৩ টায় মাঘুরালী গ্রামের নিজ বাসভবনে চিকিৎসাধীন অবস্থায় বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ্ব আবু দাউদ ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version