নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে বৃদ্ধাকে হত্যার অভিযোগে দুই জনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন নিহতের ছোট ছেলে শেখ শরিফুজ্জামান শিমুল (৪৫) এবং তার স্ত্রী রোজিনা খাতুন বিউটি (৩৩)। মঙ্গলবার (১২ এপ্রিল) সকালে থানার উপ-পরিদর্শক খবির হোসেনের নেতৃত্বে পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। আসামিদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,নিহতের বড় ছেলে আইরিস জামান বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে গত শনিবার (৯ এপ্রিল) দিবাগত রাতে হত্যা মামলা দায়ের করেন (মামলা নম্বর: ১৪)। মঙ্গলবার ওই হত্যা মামলায় ছোট ছেলে ও তার স্ত্রীকে আটক করা হয়েছে।
প্রসঙ্গত, উপজেলার মথুরেশপুর ইউনিয়নের ছনকা গ্রামের মরহুম আনছার আলীর স্ত্রী আম্বিয়া খাতুন (৭০) এর রক্তাক্ত মরদেহ তার শয়নকক্ষ থেকে শনিবার সকালে উদ্ধার করা হয়। সরকারি চাকুরিজীবী আনছার আলীর মৃত্যুর পর অর্থ ও সম্পত্তি নিয়ে আম্বিয়া খাতুনের দুই ছেলে ও চার মেয়ের মধ্যে দ্ব›দ্ব চলছিল। এসব কারণে ওই বৃদ্ধা মেয়ের বাড়িতে এক সপ্তাহ অবস্থানের পর গত শুক্রবার (৮ এপ্রিল) সকালে ছোট ছেলে শেখ শরিফুজ্জামানের বাড়িতে আসেন। রাতে দুই তলায় নিজের শয়নকক্ষে ঘুমাতে যান তিনি।
নিচতলায় পরিবারের সাথে ছিলেন ছোট ছেলে শেখ শরিফুজ্জামান। সেহেরীর সময় শরিফুজ্জামান তার মাকে ডাকতে যেয়ে ঘরে মৃত অবস্থায় তাকে দেখতে পান। খবর পেয়ে শনিবার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে রক্তাক্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। অর্থ ও সম্পত্তির ভাগাভাগিকে কেন্দ্র করে মাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে স্থানীয়রা অভিযোগ তোলেন।