এপ্রিল ৬, ২০২২
কালিগঞ্জে উপজেলা পর্যায়ে তামাক বিরোধী দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিনিধি: কালিঞ্জে উপজেলা পর্যায়ে তামাক বিরোধী দিনব্যাপী প্রশিক্ষণ বুধবার (৬ এপ্রিল) বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও তামাক দ্রব্য নিয়ন্ত্রণ টাস্ক ফোর্স কমিটির সভাপতি খন্দকার রবিউল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এবং তামাক দ্রব্য নিয়ন্ত্রণ টাস্ক ফোর্স কমিটির সদস্যসচিব ডা. শেখ তৈয়েবুর রহমান, আবাসিক মেডিকেল অফিসার ডা. গোলাম মোস্তফা, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কালিগঞ্জ ইউনিটের সাবেক কমান্ডার ও মথুরেশপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সেলিম, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) একেএম মোস্তাফিজুর রহমান প্রমুখ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানেটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক আব্দুস সোবহানের সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মসূচিতে প্রশাসনিক কর্মকর্তা হোসনে আরা বেগম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার আব্দুল হান্নান, কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভীন, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান গোবিন্দ মন্ডল, তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, ভাড়াশিমলা ইউপি চেয়ারম্যান নাজমুল হাসান নাঈম, প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, ইউপি সদস্য খায়রুল ইসলাম, ইউপি সচিব কামরুজ্জামান, এনজিও প্রতিনিধি, তামাক নিয়ন্ত্রণ টাস্ক ফোর্স কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে তামাকজাত বিভিন্ন দ্রব্য ও ধুমপানের মারাত্মক ক্ষতিকর দিকসমূহ তুলে ধরে এর ব্যবহার নিয়ন্ত্রণে করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। 8,607,951 total views, 15,830 views today |
|
|
|