সমীর রায়,আশাশুনি : আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ এপ্রিল) বেলা ১১ টায় কমপ্লেক্সের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মোহাম্মদ মিজানুল হক।
তিনি বলেন- কমপ্লেক্সে কোন প্রকার দুর্নীতি প্রশ্রয় দেয়া হবে না। কেউ তার নায্য অধিকার থেকে বঞ্চিত হবে না। কাজের প্রতি দায়িত্বশীল হতে হবে, মাঠ পর্যায়ের কার্যক্রমকে আরো বেশি গতিশীল করতে হবে। হাসপাতালের ক্লিনিক, মাঠ পর্যায় ও ইপিআই পর্যায়ে কার্যক্রম আরও গতিশীল করতে যত প্রকারের সহযোগিতা প্রয়োজন দেওয়া হবে। যারা কার্যক্রমে ভাল ভূমিকা রাখতে সক্ষম হবে তাদের মধ্য থেকে শ্রেষ্ঠ নির্বাচন করে ক্রমানুসারে পুরস্কৃত করা হবে।
স্বাস্থ্য সহকারী, স্বাস্থ্য পরিদর্শক ও সহকারী স্বাস্থ্য পরিদর্শকদের অংশ গ্রহণে সভায় সভায় বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডা. প্রসূন কুমার মন্ডল, ডা. নাহিয়ান হোসেন নয়ন, ডা. কৃষ্ণা বসাক, ডা. ফাতেমাতুজ জোহরা, সেনেটারী ইন্সপেক্টর জি এম গোলাম মোস্তাফা প্রমুখ।
সভায় সেবা কার্যক্রম ও সরকারি নির্দেশনা বাস্তবায়নের জন্য কাজের প্রতি আরও দায়িত্বশীল হওয়া, মাঠ পর্যায়ে কার্যক্রমকে আরো গতিশীল করাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।