Site icon suprovatsatkhira.com

আশাশুনিতে প্রয়োজনীয় সময়ে বিদ্যুতের লুকোচুরিতে অতিষ্ঠ রোজাদাররা

সমীর রায়, আশাশুনি : চৈত্রের প্রখর তাপদাহে ঘন ঘন বিদ্যুৎ চলে যাওয়ায় আশাশুনিতে রোজাদার মুসুল্লিদের পবিত্র রমজান মাসে সিয়াম পালন ও ছালাত আদায়ে রীতিমত কষ্টকর পরিস্থিতির শিকার হচ্ছে। ভ্যাপসা গরমে বিদ্যুতের ঘনঘন লুকোচুরিতে মানুষের খুব কষ্ট হচ্ছে।
সিয়াম পালনকারীরা চৈত্রের তাপদাহে সারাদিন রীতিমত কঠিন সময় পার করে থাকেন। রাতদিন ২৪ ঘন্টার মধ্যে প্রায় ১৫ ঘন্টার মত খাদ্য-পানীয় থেকে শুরু করে সকল খারাপ কাজ ও আনন্দ পরিত্যাগ করে আল্লাহর রহমতের কাঙাল হয়ে সিয়াম পালন করে থাকেন ধর্মপ্রাণ মুসলমানরা। রাতের ইবাদত, শেষ রাতে উঠে সেহরি খেয়ে দিন ৫ ওয়াক্ত সালাত আদায়, দিনশেষে ইফতারী এবং কিয়ামুল লাইল (তারাবী) সালাত আদায়ে দীর্ঘ সময় মসজিদে একমনে আল্লাহর ধ্যানে মশগুল থাকতে হয়।
কিন্তু সালাতের সময়, ইফতারীর সময়, সেহরীর সময়সহ দিনে অসংখ্যবার বিদ্যুতের লুকোচুরি রীতিমত নিয়মে পরিণত হতে চলেছে। এতে করে মুসল্লি ও সিয়াম পালনকারী মুসলমানদেরকে কষ্টকর পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে।
সাধারণ মানুষের প্রশ্ন রমজান মাস উপলক্ষে বিদ্যুৎ বিভাগের কি প্রস্তুতি ছিল? বিদ্যুৎ বিভাগ ও সরকার যেখানে বারবার বলছে, দেশে কোন বিদ্যুতের ঘাটতি নেই, সেখানে সালাতের সময়, আজানের সময়, ইফতারি ও সেহরীর সময়, ভোর রাতে, ভোর বেলা, গভীর রাতে বিদ্যুতের লোড সেডিং কি কারণে? গরমের দিনে সিয়াম পালনে কষ্টকর পরিস্থিতি থেকে রেহাই পেতে কর্তৃপক্ষের যথাযথ উদ্যোগ গ্রহনের দাবী জানিয়েছেন ধর্মপ্রাণ মুসুল্লীরা।
এব্যাপারে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির একজন উর্দ্ধতন কর্মকর্তার সাথে মোবাইলে (নং-০১৭৬৯৪০৭১৩৫) কথা বললে তিনি জানান, সারা দেশে এখন অল্প লোডসেডিং চলছে। গ্যাস উৎপাদনের কারনে সামান্য সমস্যা হচ্ছে। এক সপ্তাহের মধ্যে সমাধান হয়ে যাবে বলে তিনি আশা ব্যক্ত করেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version