Site icon suprovatsatkhira.com

আগামী বুধবার সাতক্ষীরায় আসছেন ডেনমার্কের রাজকুমারী

ডেস্ক রিপোর্ট : আগামী বুধবার ২৭ এপ্রিল সাতক্ষীরায় আসছেন ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন। এর আগে ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন ২৫ এপ্রিল পৌঁছাবেন বলে জানা গেছে। এছাড়া ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ঢাকায় এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গেও বৈঠক করবেন। ঢাকা থেকে তিনি কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন।

২৭ এপ্রিল সকাল সাড়ে ৭টায় তিনি সাতক্ষীরা আকাশলীনা ইকো ট্যুরিজম এর উদ্দেশ্যে হেলিকপ্টারযোগে রওয়ানা করবেন। পরে সুন্দরবনের টাইগার পয়েন্ট ভ্রমন শেষে উপকূলের জলবায়ু ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন।

তিনি বরসা রিসোর্টে অবস্থান করে মধ্যাহ্নভোজ করবেন বলে জানা গেছে। ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডস এর সফর সূচি সূত্রে এসব তথ্য জানা গেছে। এছাড়াও তিনি বাংলাদেশ সফরকালে সরকারি-বেসরকারি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। ২৭ এপ্রিল তিনি ঢাকা ত্যাগ করবেন। এর আগে ২০১৭ সালে বাংলাদেশে সফরে এসেছিলেন ডেনমার্কের রাজকুমারী ম্যারি।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version