Site icon suprovatsatkhira.com

সুধীজনদের সম্মানে বীর মুক্তিযোদ্ধা এমপি রবির ইফতার মাহফিল

মাহফিজুল ইসলাম আককাজ : পবিত্র মাহে রমজানের রহমতের ৮ম দিনে সাতক্ষীরায় সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও সুধীজনদের সম্মানে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ এপ্রিল) ৮ রমজান শহরের কামালনগরস্থ তুফান কনভেনশন সেন্টার এন্ড রিসোর্টের লেকভিউ’তে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতারের পূর্বে প্রতিটি টেবিল ঘুরে ঘুরে উপস্থিত অতিথি ও বিশিষ্টজনদের খোঁজ-খবর নেন এবং পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, সিনিয়র জেলা ও দায়রা জজ সাতক্ষীরা মো. মফিজুর রহমান, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সাবেক মন্ত্রী ডা. আবতাবুজ্জামান, সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেজা রশিদ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মাশরুবা ফেরদৌস, বিশিষ্ট ব্যবসায়ী খায়রুল মোজাফ্ফার মন্টু, বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক ছাত্র নেতা এম খলিলুল্লাহ ঝড়–, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ¦ আব্দুস সবুর, জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ¦ শেখ আজহার হোসেন, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু, সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. লিয়াকত পারভেজ, সাবেক অধ্যক্ষ প্রফেসর এস.এম আফজাল হোসেন, সাবেক অধ্যক্ষ প্রফেসর বিশ^াস সুদেব কুমার, সিটি কলেজের অধ্যক্ষ মো. আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান, সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ-জোহরা, দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি.এম নুর ইসলাম, বিএম’র সভাপতি ডা. আজিজুর রহমান, ডা. মনোয়ার হোসেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজন, সদর এমপি পুত্র মীর তানজীর আহমেদ, জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান জ্যোৎ¯œা আরা, জেলা কমিউিনিটি পুলিশিং ফোরামের সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ¦ ডা. আবুল কালাম বাবলা, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, মোজাফ্ফার রহমান, মোস্তাফিজুর রহমান উজ্জল, দৈনিক দৃষ্টিপাত নির্বাহী সম্পাদক আবু তালেব মোল্যা, পৌরসভার প্যানেল মেয়র কাজী ফিরোজ হাসান, জেলা সমাজসেবা অধিদফতর’র উপরিচালক সন্তোষ কুমার নাথ, সহকারি পরিচালক মো. রোকনুজ্জামান, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইয়ারুল হক, সদর উপজেলা প্রকৌশলী মো. সফিউল আজম, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রফিকুল ইসলাম, সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, শহর কাঁচা ও পাকা মাল ব্যবসায়ী সমিতির সেক্রেটারী মো. আব্দুর রহিম বাবু, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, সহ-সভাপতি প্রকৌশলী শেখ তহিদুর রহমান ডাবলু, পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, সাবেক ব্যাংকার কাজী আব্দুল মহিদ, বিশিষ্ট ব্যবসায়ী হাফিজ, জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম রেজাউল ইসলাম, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল প্রমুখ।

ইফতারের আগে দেশ ও জাতির সমৃদ্ধি, শান্তি, উন্নয়ন ও সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগস্টের সকল শহিদ, শহিদ জাতীয় চার নেতা, শহিদ মুক্তিযোদ্ধা ও সকল শহিদের রূহের মাগফেরাত ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করা হয়। এছাড়াও বাংলাদেশ আওয়ামী লীগের প্রয়াত নেতৃবৃন্দ ও মহামারী করোনায় মৃতদের রুহের মাগফিরাত কামনা করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পুরাতন কোর্ট মসজিদের পেশ ইমাম হাফেজ ক্বারী শেখ ফিরোজ আহমেদ।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version