এপ্রিল ২০, ২০২২
সাতক্ষীরা মেডিকেল কলেজের উদ্যোগে ইফতার মাহফিল
![]() নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা মেডিকেল কলেজের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ এপ্রিল) ১৮ রমজান সাতক্ষীরা মেডিকেল কলেজের পরীক্ষা হলে কলেজের অধ্যক্ষ ডা. মো. রুহুল কুদ্দুস’র সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. শেখ কুদর-ই-খুদা, সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মো. আসাদুজ্জামান বাবু, বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের সাতক্ষীরা’র সভাপতি ডা. মো. আজিজুর রহমান, সাধারণ সম্পাদক ডা. মো. মনোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ¦ মো. আব্দুস সবুর, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগীয় প্রধান ডা. কাজী আরিফ আহমেদ প্রমুখ। সাতক্ষীরা মেডিকেল কলেজের উদ্যোগে ইফতার মাহফিলে দেশের অগ্রগতি ও শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এসময় সাতক্ষীরা মেডিকেল কলেজের শিক্ষক, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ও ইন্টার্নী চিকিৎসকরা উপস্থিত ছিলেন। 9,099,039 total views, 3,178 views today |
|
|
|