এপ্রিল ২৩, ২০২২
সাতক্ষীরায় বিকিরণ ৮৬’র চলছে মাস জুড়ে পথচারীদের মাঝে ইফতার বিতরণ
![]() ডেস্ক রিপোর্ট: বিকিরণ-৮৬ এস এস সি ব্যাচের বন্ধু সংগঠনের চলছে মাস ব্যাপী ইফতার বিতরণ। রমজানের শুরু থেকে ছিন্ন মূল ও পথচারীদের হাতে প্রতিদিন ঘুরে ঘুরে তুলে দিচ্ছে ইফতার সামগ্রী। প্রতিদিন ২০০ ব্যক্তিকে ইফতার প্রদান করা হচ্ছে। ইতি মধ্যে ৪ হাজার রোজাদার পথচারীদের মাঝে বিতরণ করা হয়েছে ইফতার। সংগঠনের সভাপতি নওশাদ আলম লিপন জানান, অসহায় ও পথচারীদের মাঝে এই ইফতার বিতরণ চলবে রমজানের শেষ দিন পর্যন্ত। ১৯৮৬ সালে এস এস সি পরীক্ষার্থী বন্ধুদের আর্থিক সহায়তায় উক্ত ইফতার সামগ্রী বিতরণ করে আসনে বিকিরণ নামের সংগঠনটি। শহরের নিউমার্কেট মোড়, সার্কিট হাউজ মোড়, ইটাগাছা মোড়, হাটের মোড়, লাবনী মোড়, সঙ্গীতা মোড়, সরকারি কলেজ রোড, পুরাতন সাতক্ষীরা ব্যস্ততম সড়কসহ শহরতলীর বিভিন্ন পয়েন্টে ঘুরে ঘুরে বিতরণ করা হয় পথচারীদের মাঝে ইফতার বিতরণ। মহতী এই উদ্যোগ সফল করতে ইফতার বিতরণে সরাসরি সহায়তা করে আসছেন গাজী শফি, আব্দুল মান্নান. সিদ্দিক, কাদের, ওলি, আইয়ুব, সেলিম, রহিমসহ অন্যান্ন বন্ধুরা। আগামীতে আরো বড় পরিসরে পথচারীদের জন্য ইফতার আয়োজন করার ইচ্ছা আছে বলে বিকিরণ-৮৬’র বন্ধুরা জানান। 9,115,499 total views, 2,463 views today |
|
|
|