শ্যামনগর উপজেলা প্রতিনিধি : শ্যামনগর উপজেলার আটুলিয়া ও বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের স্থানীয় বিভিন্ন কমিটি ও স্থায়ী কমিটিতে নারীদের অর্ন্তভূক্তির জন্যে নারী নেত্রীদের তালিকা প্রনয়ণ এবং জমা প্রদান শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ মিলনায়তন পৃথকভাবে সভা অনুষ্ঠিত হয়। সুশীলন রিকল -২০২১ প্রকল্পের এফ এফ শহীদুল ইসলামের সঞ্চালনায় ও প্রকল্প সমন্বয়কারী এস.এম জাকির হোসেনের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য সকলকে অবহিত করেন।
এতে স্ব স্ব ইউনিয়নের সভায় আটুলিয়া ইউপি চেয়ারম্যান আবু সালেহ বাবু ও বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম উপস্থিত ছিলেন। এসময় প্রকল্প সমন্বয়কারী এস.এম জাকির হোসেন বিস্তারিত বক্তব্যের মাধ্যমে নারীর অধিকার, বিভিন্ন কমিটিতে অংশগ্রহণ, নেত্রীদের ক্ষমতা ও তাদের সিবিও তে চলমান কাজ, বাজেটে নারীদের বরাদ্ধ রাখা ইত্যাদি বিষয়ে আলোচনা করেন। এসময় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন আটুলিয়া ইউপি সচিব আবু সাইম, ইউপি সদস্য আব্দুল গফুর ঢালী, শহিদুল ইসলাম, আব্দুর রব খসরু, অহিদুল ইসলাম, রেনুকা রানী মন্ডল, সিবিও’র নেত্রীবৃন্দদের মধ্যে নারীদের বিষয়ে ইউনিয়ন পরিষদে নারীদের অংশ গ্রহন বিষয়ে সভায় বক্তব্য রাখেন নারী নেতা মুন্নি খানম, মমতাজ বেগম, পারুল রানী, মাকসুদা খাতুন, বুড়িগোয়ালিনী ইউপি সচিব রিয়াজুল ইসলাম, ইউপি সদস্য জিএম আব্দুর রউফ, মহাতাপ সরদার, মোঃ আজিজুল ইসলাম, মুকুন্দ পাইক, বিকাশ মন্ডল, মোঃ আবিয়ার রহমান, মোঃ রবিউল ইসলাম, স্বপন বিশ্বাস, উমা রানী মল্লিক প্রমুখ। সর্বশেষে সিবিও যোগ্য নারী নেত্রীদের প্রস্তুতকৃত তালিকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের নিকট হস্তান্তর করা হয় ও উভয় ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সদস্যদের ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।