ডেস্ক রিপোর্ট : শ্যামনগর উপজেলার কাশিমাড়ীর গাঙাটি গ্রামে শ্বশুরবাড়ির পরিত্যক্ত রান্না ঘরের ভিতর থেকে জামাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ বৃহস্পতিবার সকালে এ লাশ উদ্ধার করা হয়। নিহত জামাইয়ের নাম আসাদুজ্জামান তাছের (২৫)। সে একই ইউনিয়নের জয়নগর গ্রামের নুর হোসেন গাজীর ছেলে।
নিহতের স্ত্রী গাঙাটি গ্রামের মৃত সুরাত আলী সরদারের মেয়ে মারুফা খাতুন (২৩) জানান, নিজেদের মধ্যে সাংসারিক দ্ব›েদ্বর জেরে গত চার মাস আগে তার স্বামী তাকে মৌখিক ভাবে তালাক দেয়। এরপরে গত সপ্তাহে সে নিজেই তাকে তালাকনামা পাঠায়। বৃহষ্পতিবার সকালে পার্শ্ববর্তী তার বড় বোনের রান্না ঘরের মধ্যে তার ঝুলন্ত অবস্থায় আছে বলে তার বড় বোন তাকে খবর দেয়।
নিহত আসাদুজ্জামান তাছেরের বড় শালিকা ছকিনা খাতুন জানান, বৃহষ্পতিবার সকালে সূর্য ওঠার সময় তিনি তার পরিত্যক্ত রান্না ঘরটি গোছাতে গেলে ঘরের আড়ায় ভগ্নিপতি তাছেরকে গলায় দড়ি দিয়ে ঝুলে থাকতে দেখে স্থ্নাীয়দের খবর দেন। খবর পেয়ে পুলিশ তার ভগ্নিপতি তাছেরের লাশ উদ্ধার করে।
নিহতের বোন খাদিজা খাতুন জানান, আসাদুজ্জামান তাছের কে তারা জোর করে দুই জায়গা থেকে স্বামী পরিত্যক্তা গর্ভবতী নারী মারুফা বেগমের সাথে জোর করে বিয়ে দেয়। এরপর থেকে তারা আসাদুজ্জামান তাছের কে বিভিন্ন সময়ে মারপিটসহ নানান ভাবে শারিরীক নির্যাতন করত। ওরা তাছেরকে মেরে ফেলেছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, লাশের ময়না তদন্তের জন্য বৃহষ্পতিবার দুপুরে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন পাওয়ার পর সে অনুযায়ি ব্যবস্থা নেওয়া হবে।