Site icon suprovatsatkhira.com

মেডিকেলে পড়ার সুযোগ পেল তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের দুই শিক্ষার্থী

সুমন কর্মকার, মাগুরা (তালা) প্রতিনিধি : মেডিকেলে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের দুই শিক্ষার্থী অমিত সাধু ও অনিক রায়। বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকালে তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয় হলরুমে শিক্ষার্থীদের উপস্থিতিতে তাদের সংবর্ধনা দিয়েছে কলেজ প্রশাসন। কলেজের অধ্যক্ষ এনামুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজ শিক্ষক রেজাউল করিম, কালিদাস চন্দ্র মন্ডল, আব্দুল সবুর, মোশারফ হোসেন, সাইদুর রহমান, মশিয়ার রহমান প্রমুখ।

অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অমিত সাধু খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনির নাছিরপুর গ্রামের প্রদীপ সাধুর ছেলে। অমিত ২৮৬.২৫ টেস্ট স্কোর নিয়ে ৮০তম নিয়ে ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছে। অনিক রায় চৌধুরী তালা উপজেলার মাগুরা গ্রামের অচিন রায় চৌধুরীর ছেলে। অনিক রায় ৭৪ টেস্ট স্কোর নিয়ে ২৪৪৪ তম নিয়ে খুলনা মেডিকেল কলেজে চান্স পেয়েছে। অমিত সাধু অনুভূতি প্রকাশ করে বলেন, আমি খুব খুশি।

সকলে আমার জন্য দোয়া করবেন। আমি যেন ডাক্তার হয়ে এ পেশায় নিজেকে নিয়োজিত করতে পারি। অনিক রায় বলেন, ডাক্তারি একটা মহান পেশা। আমি পড়াশোনা শেষ করে এ পেশার মাধ্যমে মানুষের সেবা করতে পারি। সবাই দোয়া করবেন। শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম বলেন, শিক্ষর্থী ও প্রতিষ্ঠানের শিক্ষকদের যৌথ প্রচেষ্টায় শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবছরই সফলতা বয়ে নিয়ে আসছে। এ ধারাবাহিকতায় এ বছরও ঢাকা মেডিকেল কলেজে ও খুলনা মেডিকেল কলেজের দুই শিক্ষার্থী চান্স পেয়েছে। আমরা চাই আগামীতেও শিক্ষার্থীরা এ ধারাবাহিকতা ধরে রাখুক। আমরা তাদের সফলতা কামনা করছি।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version