Site icon suprovatsatkhira.com

বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ করার অপরাধে দুই ব্যবসায়ীকে কারাদন্ড

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জের উজিরপুর বাজারের দুইটি মৎস্য ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে চিংড়ি মাছে অপদ্রব্য (জেলি)পুশ করার অপরাধে ২ জনকে জেল-জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার (২০ এপ্রিল) দুপুর ১ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার রবিউল ইসলামের নেতৃত্বে এ আদালত পরিচালিত হয়।

সূত্র জানান, উপজেলার চাম্পাফুল ইউনিয়নের উজিরপুর বাজারে অবস্থিত আরশাদ আলীর ছেলে আব্দুর রশিদ ও ঘুষুড়ি গ্রামের বারী গাজীর ছেলে আরশাদ আলীর দোকানে বাগদা চিংড়ি মাছে অপদ্রব্য পুশ করছে এমন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

ওই সময় বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ করার অপরাধে ব্যবসায়ী রশিদ ও আরশাদ আলীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও দু’জনকে  ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।
অনাদায়ে আরো ৫ দিনের কারাদন্ডের  আদেশ প্রদান করেন ভ্রাম্যমান আদালত।

এসময় অপদ্রব্য পুশকৃত লক্ষাধিক টাকার বাগদা মাছ জনসম্মুখে গাড়ির চাকায় পিষ্ট করে বিনষ্ট করার নির্দেশ দেন ভ্রাম্যামান আদালতের নিবার্হী ম্যাজিস্টেট। এছাড়া পুশের কাজের কেমিক্যাল ও অন্যান্য সরঞ্জামাদি জব্দ করেন।

https://www.facebook.com/dailysuprovatsatkhira/
Exit mobile version