এপ্রিল ২৬, ২০২২
ডেনমার্ক রাজকুমারীর আগমনে জেলা পুলিশের ব্রিফিং
![]() নিজস্ব প্রতিনিধি : ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন সাতক্ষীরা জেলার শ্যামনগর উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের অভিঘাত দেখতে একদিনের সফরে আগমন উপলক্ষে জেলা পুলিশের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ এপ্রিল) বেলা ৩টায় নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে জেলা পুলিশের আয়োজিত ব্রিফিং প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার)। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান ও আমিনুর রহমান, ডিবির ওসি বাবুল আক্তার, শ্যামনগর থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ, শ্যামনগর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম, জেলার বিভিন্ন স্থান থেকে আগত পুলিশ, ডিবি ও সাংবাদিকবৃন্দ। ডেনমার্কের রাজকন্যার শ্যামনগরে আগমন উপলক্ষে তার নিরাপত্তা জোরদার কল্পে আয়োজিত পুলিশ ব্রিফিং প্যারেডে পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান সকল পুলিশদের উদ্দেশ্যে বলেন, আপনারা সকলে শান্তি পূর্ণ ভাবে কর্তব্য পালন করবেন। ভারতের প্রধানমন্ত্রীর আগমনে যেভাবে আপনারা পুলিশের সুনাম বয়ে এনেছেন, আমি চাই আপনারা এবারও তেমনি সুনামের সাথে নিজ দায়িত্ব পালন করবেন। আপনাদের সঠিক দায়িত্ব পালন ও সুন্দর ব্যবহারে বাংলাদেশ পুলিশের মুখ উজ্জ্বল হবে। 9,098,825 total views, 2,964 views today |
|
|
|