কেশবপুর প্রতিনিধি: যশোরের কেশবপুরের চিংড়া বাজারে সুদখোর সিন্ডিকেট ,মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী কর্মকান্ড বন্ধের দাবিতে রোববার সকালে বাজারে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
রোববার চিংড়া বাজার কমিটির উদ্যোগে চিংড়া বাজার কমিটির সভাপতি কাজী আজাহারুল ইসলাম মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচী চলাকালীন বক্তব্য রাখেন, বাজার কমিটির সাধারণ সম্পাদক বিধান দে, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাদের, ব্যবসায়ী দীনবন্ধু দত্ত পুতুল, শফিকুল ইসলাম, প্রদীপ দত্ত প্রমুখ। মানববন্ধন কর্মসূচীতে শত শত ব্যবসায়ীরা অংশ নেয়।
9,114,614 total views, 1,578 views today